আলিপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার ফালতা ও অতিরিক্ত ফালতা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গনওয়াড়ী (ইসিডিএস) প্রকল্পে কর্মী নিয়োগ। আবেদন গ্রহণ শুরু হয়েছে৷ আবেদন গ্রহণের শেষ তারিখ ১৩ মার্চ৷
পদ – অঙ্গনওয়াড়ী কর্মী
সম্ভাব্য শূন্যপদ- ১৬
সংরক্ষিত- ৯
সাধারণ – ৭, তপশিলী জাতি – ৪, তপশিলী উপজাতি – ১, ওবিসি এ – ২, ওবিসি বি – ১, শারীরিক প্রতিবন্ধী – ১
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক বা সমতুল (০১/০২/২০২০তারিখে)
বয়সসীমা – ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে (০১/০২/২০২০তারিখে)
অঙ্গনওয়াড়ী কর্মী পদে আবেদকারিনী সমস্ত প্রার্থীদের ফালতা পঞ্চায়েত সমিতির বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ী কর্মীদের প্রকল্প এলাকার অধীনস্থ যে কোন কেন্দ্রে কাজ করতে হবে। (আবেদন পত্রে উল্লিখিত ও সংযোজিত ঠিকানা এবং সংশাপত্র অনুযায়ী)
পদ- অঙ্গনওয়াড়ী সহায়িকা
সম্ভাব্য শূন্যপদ- ২৬
মল্লিকপুর- শূন্যপদ ১ (তপশিলী জাতি)
ফলতা- শূন্যপদ ২ (সাধারণ)
বেলসিংহ ১- শূন্যপদ ২ (সাধারণ- ১, তপশিলী জাতি- ১)
বেলসিংহ ২- শূন্যপদ ১ (ওবিসি এ)
গোপালপুর- শূন্যপদ ৫
নপুকুরিয়া- শূন্যপদ ৬
দেবীপুর- শূন্যপদ ২
হরিণ ডাঙা ১- শূন্যপদ ১
হরিণ ডাঙা ২- শূন্যপদ ১
ফতেপুর- শূন্যপদ ২
বঙ্গনগর ১- শূন্যপদ ১
বঙ্গনগর ২- শূন্যপদ ১
চালুয়ারি- শূন্যপদ ১
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ (০১/০২/২০২০তারিখে)
বয়সসীমা – ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে (০১/০২/২০২০তারিখে)
অঙ্গনওয়াড়ী সহায়িকা পদে আবেদকারিনী সমস্ত প্রার্থীদের ফালতা পঞ্চায়েত সমিতির সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে।
অঙ্গনওয়াড়ী সহায়িকাদের নিজ গ্রাম পঞ্চায়েত এলাকার অধীনস্থ যে কোন কেন্দ্রে কাজ করতে হবে। (আবেদন পত্রে উল্লিখিত ও সংযোজিত ঠিকানা এবং সংশাপত্র অনুযায়ী)
নমুনা অনুযায়ী হাতে লেখা, টাইপ করা বা ছাপানো আবেদন পত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশিকা মেনে পূরণ করতে হবে। আবেদন পত্রের নমুনা সংগ্রহ করা যাবে শিশুবিকাশ প্রকল্প আধিকারিক, ফলতা / সমষ্টি উন্নয়ন আধিকারিক, ফলতা / ফলতা পঞ্চায়েত সমিতির যেকোনো গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে। সম্পূর্ণভাবে পূরণ করা আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর বাধ্যতামূলক। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রটি খামে ভরে জমা করতে হবে। খামের উপর পদের নাম ও গ্রাম পঞ্চায়েতের নাম আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে যেসমস্ত নথি আবশ্যিকভাবে জমা দিতে হবে
প্রার্থীর স্বাক্ষর সহ দুটি পাসপোর্ট সাইজের ফটো।
একটি আবেদন পত্রে নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে। অন্যটি খামের মধ্যে দিয়ে দিতে হবে।
বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা নিজের স্বাক্ষর করা জন্মের সংশাপত্র দিতে হবে।
নিজের স্বাক্ষর করা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ।
জেলাশাসক/ অতিরিক্ত জেলাশাসক/মহকুমা শাসক প্রদত্ত নিজের স্বাক্ষর করা জাতির সংশাপত্রের প্রতিলিপি (জেরক্স কপি)।
আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ পাঁচ টাকার ডাকটিকিট লাগানো ৯”×৪” মাপের খাম।
প্রার্থী বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই করা হবে ৯০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে। সফল পরীক্ষার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে প্রার্থীপদ বাতিল বলে গণ্য হবে।
লিখিত পরীক্ষায় ৩০ নম্বর পেলে তবেই মৌখিক পরীক্ষায় বাঁকা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে প্রমানের চূড়ান্ত হবে।
একাধিক পরীক্ষার্থী দুটি পরীক্ষা মিলিয়ে একই নম্বর পেলে সেক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুসারে যার বয়স বেশি তিনিই অগ্রাধিকার পাবেন।
প্রার্থীদের বাসস্থান সংক্রান্ত প্রমাণ সংশ্লিষ্ট এলাকার সাংসদ/ সভাধিপতি/ বিধায়ক, পঞ্চায়েত সমিতি/ প্রধান, গ্রাম পঞ্চায়েত/ জেলাশাসক/ অতিরিক্ত জেলাশাসক/ মহকুমা শাসক/ সমষ্টি উন্নয়ন আধিকারিক (পৌরপিতা/ পৌরপ্রধাণ প্রযোজ্য ক্ষেত্রে) যকোনো একজনের স্বাক্ষরিত (বিজ্ঞপ্তি প্রকাশের পরে) সংশাপত্র।
আবেদন পত্রের জমা দেওয়ার শেষ দিন ১৩/০৩/২০২০ তারিখে বিকেল ৩ টের পরে আর কোনো আবেদন পত্র আর জমা নেওয়া হবে না বা সংশোধন করা যাবে না।
শুধুমাত্র সঠিক ও নির্ভুল আবেদন পত্রের ভিত্তিতেই আবেদনপত্রের ভিত্তিতেই লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হবে।
প্রার্থীরা একবার কোনো আবেদন পত্র জমা করে দিলে সেখানে কোনো পরিবর্তন গ্রাহ্য করা হবেনা।
প্রার্থীরা ভুল বা মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করেছেন প্রমান হলে যেকোনো সময় তাঁর আবেদন বা নিয়োগ বাতিল করা হবে।
আবেদন জমা করতে হবে এই ঠিকানায়
সুসংহত শিশু বিকাশ প্রকল্প
গ্রাম ও পোঃ- সহরারহাট
জেলা- দঃ ২৪ পরগণা
পিন- ৭৪৩৫০৪
নিচের লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি- http://s24pgs.gov.in/pdf/recruitment/Recruitment%20Notification%20Falta.pdf