এশিয়াটিক সোসাইটিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

এশিয়াটিক সোসাইটিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

কলকাতা: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক, বাইন্ডার/ মেন্ডার, জুনিয়ার অ্যাটেনডেন্ট পদে নিয়োগের জন্য  কলকাতা এশিয়াটিক সোসাইটির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে৷  এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের এশিয়াটিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইট asiaticsocietykolkata.org এ গিয়ে দেখতে হবে৷ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট asiaticsocietykolkata.org এ আবেদনপত্র পাওয়া যাবে। সময়সীমায় কোনও বদল হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
 

শূন্যপদ
১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। 

 

শূন্যপদের বিবরণ
লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি মিনিস্ট্রেরিয়াল): ৯টি 
জুনিয়র অ্যাটেনডেন্ট : ৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (গ্রুপ-বি নন- মিনিস্ট্রেরিয়াল): ২টি 
বাইন্ডার/ মেন্ডার (গ্রুপ-সি নন- মিনিস্ট্রেরিয়াল): ১টি 

 

আবেদন পদ্ধতি
আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি ও সার্টিফিকেট যেমন- জন্ম তারিখের প্রমানপত্র, মার্কশিট, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সহ প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, “General Secretary, The Asiatic Society, 1 Park Street, Kolkata -700016”। স্পিড পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমেই আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।

 

বিশেষ ঘোষণা
সমস্ত পদের জন্যই নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পে কমিশনের বেতন অনুযায়ী ডিএ ও অন্যান্য অ্যালাওয়েন্স দেওয়া হবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 13 =