নৌ-সেনায় নাবিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ভারতীয় নৌ-সেনায় নাবিক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ৷ স্পোর্টস কোটায় রয়েছে নিয়োগের সুযোগ৷ আগামী ২৬ জানুয়ারির মধ্যে আবেদনের জন্য joinindiannavy.gov.in ওয়েবসাইটে আবেদন করা যাবে৷ আবেদনের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে৷ আবেদন গ্রহণ শুরু: ৫ জানুয়ারি ও শেষ তারিখ ২৬ জানুয়ারি, ২০১৯। উত্তর-পূর্বের রাজ্যগুলি, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর, লক্ষদ্বীপের বাসিন্দাদের ক্ষেত্রে শেষ তারিখ

নৌ-সেনায় নাবিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ভারতীয় নৌ-সেনায় নাবিক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ৷ স্পোর্টস কোটায় রয়েছে নিয়োগের সুযোগ৷ আগামী ২৬ জানুয়ারির মধ্যে আবেদনের জন্য joinindiannavy.gov.in ওয়েবসাইটে আবেদন করা যাবে৷ আবেদনের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে৷

আবেদন গ্রহণ শুরু: ৫ জানুয়ারি ও শেষ তারিখ ২৬ জানুয়ারি, ২০১৯। উত্তর-পূর্বের রাজ্যগুলি, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর, লক্ষদ্বীপের বাসিন্দাদের ক্ষেত্রে শেষ তারিখ ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনের দিন বাড়ানোর হয়েছে৷  শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ কোনও ব্যক্তি আবেদন করতে পারেন৷ আবেদনকারীর বয়স হতে হবে ১৭ থেকে ২২ বছরের মধ্যেই৷ আগ্রহীদের লিখিত আবেদন পত্র পাঠাতে হবে৷ ঠিকানা এবং এই সংক্রান্ত আরও তথ্যের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন৷

https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/10701-11-0039-1819%20Sports%20Employment.pdf#_ga=2.133749708.351520693.1546843767-1162651292.1542120619

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =