কোনও চাকরিই আর স্থায়ী থাকবে না, নতুন বিল কেন্দ্রের

নয়াদিল্লি: স্থায়ী বলে আর কিছু থাকবে না৷ পুরোটাই অস্থায়ী৷ নাম মাত্র বা মেয়াদের ভিত্তিতে স্থায়ী৷ কেন্দ্রীয় সরকার অদূর ভবিষ্যতে যে বিল আনতে চলেছে, তাতে নাকি এমনটাই থাকছে৷ দাবি করেছে বামপন্থীরা৷ বিলের মূল কথা, সরকারি হোক বা বেসরকারি, স্থায়ী চাকরি বলে কিছু নাই৷ পুরোটাই মেয়াদ ভিত্তিক স্থায়িত্ব৷ তবে সেই মেয়াদেও হাত দিতে পারবে নিয়োগকর্তা৷ কর্মীদের হাতে

কোনও চাকরিই আর স্থায়ী থাকবে না, নতুন বিল কেন্দ্রের

নয়াদিল্লি: স্থায়ী বলে আর কিছু থাকবে না৷ পুরোটাই অস্থায়ী৷ নাম মাত্র বা মেয়াদের ভিত্তিতে স্থায়ী৷ কেন্দ্রীয় সরকার অদূর ভবিষ্যতে যে বিল আনতে চলেছে, তাতে নাকি এমনটাই থাকছে৷ দাবি করেছে বামপন্থীরা৷

বিলের মূল কথা, সরকারি হোক বা বেসরকারি, স্থায়ী চাকরি বলে কিছু নাই৷ পুরোটাই মেয়াদ ভিত্তিক স্থায়িত্ব৷ তবে সেই মেয়াদেও হাত দিতে পারবে নিয়োগকর্তা৷ কর্মীদের হাতে কিছুই নেই৷ যা খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বিলটি অনুমোদন করেছে৷ সংসদের শীতকালীন অধিবেশনে আগামীদিনে তা পেশ করা হবে৷

দেশের ৪৪টি শ্রমআইন বা লেবার’ল বিলোপ করে ৪টি শ্রম কোড তৈরি হয়েছে৷ কিছুদিন আগেই মজুরি সংক্রান্ত শ্রম আইন বিলোপ করে শ্রম বিধি বিল সংসদে পাস করা হয়েছে৷ এখন তা সংসদীয় স্থায়ী কমিটির কাছে৷

বেসরকারি চাকরির ক্ষেত্রে এই কোনও কাজই আজকাল স্থায়ী নয়৷ সব চাকরি চুক্তি এবং মেয়াদ ভিত্তিক৷ কিন্তু, সরকারি ক্ষেত্রে এখনও পর্যন্ত স্থায়ী চাকরি রয়েছে৷ কিন্তু, এই বিল আইন হিসাবে পাশ হলে, মোদী সরকার কোনও সরকারি কর্মীর চাকরি স্থায়ী রাখবে না, দাবি করেছে বাম দলগুলি৷

বিলে তিন বা ছয় মাসের মেয়াদেও নিয়োগের কথা রয়েছে৷ তবে সামাজিক সুরক্ষা পাবেন কর্মীরা৷ কোনওরকম অন্যথা হবে না৷ তবে, নিয়োগকর্তার ছাটাই করতে পারবেন৷ ছাঁটাইয়ের নিয়মে অনেক শিথিলতা আসবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =