ন’দিনের অনশন: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র

কলকাতা: চাকরিরপ্রার্থীদের ন’দিনের অনশন চালানোর পর অবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন৷ নমব-দশম ও একাদশ-দ্বাদশের তৃতীয় দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন৷ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নবম-দশমে ওয়েটিং তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে পাঁচ দিন৷ ২৬, ২৭, ২৮, ২৯ ও পয়লা এপ্রিল কাউন্সেলিং হবে৷ ২৬০০ শূন্যপদের জন্য এই কাউন্সেলিং হবে বলে জানা গিয়েছে৷

ন’দিনের অনশন: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র

কলকাতা: চাকরিরপ্রার্থীদের ন’দিনের অনশন চালানোর পর অবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন৷ নমব-দশম ও একাদশ-দ্বাদশের তৃতীয় দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন৷

বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নবম-দশমে ওয়েটিং তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং হবে পাঁচ দিন৷ ২৬, ২৭, ২৮, ২৯ ও পয়লা এপ্রিল কাউন্সেলিং হবে৷ ২৬০০ শূন্যপদের জন্য এই কাউন্সেলিং হবে বলে জানা গিয়েছে৷ এখানে দেখুন বিজ্ঞপ্তি

একাদাশ-দ্বাদশের ওয়েটিং প্রার্থীদের জন্য দু’দিন কাউন্সেলিং করা হবে৷ আগামী ১৯ ও ২০ মার্চ কাউন্সেলিংয়ের দিন ধার্য করা হয়েছে৷ ৭৫০ শূন্যপদে নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে৷ এখানে দেখুন বিজ্ঞপ্তি

গত ২৮ ফেব্রুয়ারি থেকে চাকরির দাবিতে মেয়ো রেডে অনশনে বসেন ৪০০ চাকরিপ্রার্থী৷ দাবি ছিল, অবিলম্বে নিয়োগ৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে দু’দফায় আলোচনা করেও মেলেনি সমাধান৷ সমস্যা সমাধানের আশ্বাস পেলেও চাকরিপ্রার্থীরা চেয়েছিলেন লিখিত প্রতিশ্রুতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *