চাকরির পরীক্ষায় নয়া নিয়ম কেন্দ্রের, বাজাটে কী প্রাপ্তি চাকরিপ্রার্থীদের?

চাকরির পরীক্ষায় নয়া নিয়ম কেন্দ্রের, বাজাটে কী প্রাপ্তি চাকরিপ্রার্থীদের?

নয়াদিল্লি: সংসদে পেশ হল ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট৷ মোদি সরকারে দ্বিতীয় দফার সরকারের প্রথম পুর্নাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ প্রতি বছরের মতো এ বছরেও আসন্ন বাজেট নিয়ে আমজনতার মধ্যে তৈরি হয় বিপুল প্রত্যাশা৷ সেই প্রত্যাশা মেটাতে পারলেন নির্মলা? একরাশ প্রত্যাশা নিয়ে বাজেট ঝুলি হাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অর্থবাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের৷ গতবারের মতো এবারও অর্থমন্ত্রী তাঁর বাজেট নথি লালসালুতে মোড়া খাতা খোলেন৷ লালসালুতে মোড়া বাজেট ঝুলি খুলে সংসদের একের পর এক বার্তা অর্থমন্ত্রীর নির্মলার৷ এবারের এক নজরে দেখে নিন, বাজেটে পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের প্রাপ্তি কী?

এবারের কেন্দ্রীয় বাজেটে শিক্ষা ক্ষেত্রে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ স্কিল ডেভেলপমেন্টের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ 
কর্মসংস্থানের বিষয়ে কোনও দীশা না থাকলেও  চাকরিপ্রার্থীদের জন্য বেশকিছু ঘোষণা করা হয়েছে৷ নন-গেজেটেড সরকারি চাকরির জন্য অভিন্ন একটি বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে৷ নিয়োগ পরীক্ষার জন্য স্বাধীন ভাবে ওই সংস্থা কাজ করবে৷ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ নামের একটি নয়া রিক্রুটমেন্ট গঠনের ঘোষণা করা হয়েছে৷ দেশের প্রতিটি জেলায় পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে৷ ওই কেন্দ্র থেকে অনলাইনে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে৷ 

দেশের ১৫০টির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালের মার্চের মধ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য অন্তর্ভুক্ত অ্যাপ্রেন্টিসশিপ ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে৷ দেশজুড়ে শহরাঞ্চলের বিভিন্ন প্রশানিক কেন্দ্রে নতুন ইঞ্জিনিয়ারদের এক বছরের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ 

ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের অধীনে দেশের প্রথম ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি পর্যায়ের কোর্স পুরোপুরি অনলাইন চালু করার বাজেট প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী৷ স্টাডি ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে ইন্ডিয়া স্টাডি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত বিদেশি পড়ুয়াদের মধ্যে স্কলারশিপের ঘোষণা করা হয়েছে৷ পরীক্ষার মাধ্যমে সেই স্কলারশিপ দেওয়া হবে৷ 
দ্রুত সরকার নয়া শিক্ষানীতি ঘোষণা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷ একই সঙ্গে শিক্ষায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ করার কথাও জানানো হয়েছে বাজেট প্রস্তাবে৷ 

আজ বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, কেন্দ্র সরকার যুবকদের মৎস্য চাষের বিষয়ে উৎসাহ দেবে৷ তাতে কমবে বেকারত্ব৷ এর জন্য বিশেষ যোজনা ‘সাগরমিত্র’ আনা হচ্ছে৷ তাতে যেমন বেকারত্ব কমবে, তেমনই বাড়বে মাছের উৎপাদন৷ দেওয়া হবে ঋণ৷ 

কেন্দ্রের এই বাজেট প্রসঙ্গে রাহুল গান্ধী জানিয়েছেন, এটা দিশাহীন বাজেট৷ এই বাজেটে নতুন কিছু নেই৷ যুবসম্প্রদায়ের কাছে কোনও কর্মসংস্থানের রোডম্যাপও নেই বাজেটে৷ বিশ্বের দীর্ঘ বাজেট ভাষণে নেই কর্মসংস্থানের প্রসঙ্গ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =