ডোমকল: পাবলিক সার্ভিস কমিশনে নয়া ‘কেলেঙ্কারি’৷ খাদ্য দপ্তরের সাব-ইনস্পেক্টর পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে বেরিয়ে এল ইন্টারভিউয়ের চিঠি৷ চিঠি পেয়ে রীতিমতো হতবাক চাকরিপ্রার্থী৷
মুর্শিদাবাদের লালবাগ শহরের বাসিন্দা ওই যুবক গৌরব পাণ্ডের মন্তব্য, “তিনদিন আগে ওই চিঠি হাতে পেয়ে অবাক হয়ে গিয়েছি৷ একেবারে ছবি-সহ ইন্টারভিউয়ের চিঠি। পরীক্ষাতেই বসলাম না অথচ ইন্টারভিউ কী করে সম্ভব? বুঝতে পারছি না৷’’ কোথায় ভুল হয়েছে, এমটা ভেবে পাবলিক সার্ভিস কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করেও মেলেনি সমাধান৷ হেল্পলাইনের ফোন করেও মেলেনি জবাব৷ ফলে, গোটা ঘটনায় হতভম্ব গৌরব পাণ্ড৷
পাবলিক সার্ভিস কমিশন খাদ্য দপ্তরের সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার দিন ধার্য করেছে আগামী ২৭ জানুয়ারি৷ ওই পরীক্ষায় বসার জন্য চাকরী প্রার্থীরা অন-লাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করছেন৷ সেই মতো গৌরব পাণ্ডেও অনলাইনে অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে দেখেন, সরাসরি ইন্টারভিউ লেটার বেরিয়ে এসেছে৷ তাতে পরিষ্কার নির্দেশ, ২৭ জানুয়ারি দপ্তরের ১৬১ এ এসপি মুখার্জি রোডের অফিসে বেলা একটা থেকে বিকেল আড়াইটার মধ্যে উপস্থিত থাকতে হবে৷
কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই ইন্টারভিউয়ের চিঠি পেয়ে বেশ বিড়ম্বনায় পড়েছেন ওই যুবক৷ গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই PSC-তে নয়া কেলেঙ্কারির গন্ধ পেতে শুরু করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের দাবি, পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে যদি ইন্টারভিউয়ের চিঠি চলে আসে, তাহলে পরীক্ষা দিয়েই কী লাভ৷ যদিও, এই ঘটনার পেছনে কোনও প্রযুক্তিগত সমস্যা হয়ে থাকতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷