কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্যানেল নিয়েই প্রশ্ন তুলে দিলেন কলেজ পড়ুয়ারা৷ কমিশনকে চিঠি লিখে অধ্যক্ষের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিয়েই তোলা হল প্রশ্ন৷
দক্ষিণ কলকাতার আইন কলেজের পড়ুয়ারা এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকারকে চিঠি লিখে জানিয়েছেন, তাঁদের অধ্যক্ষার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই! ওই অধ্যক্ষের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে বলেও দাবি করা হয়৷ বিতর্কিত অধ্যক্ষকে ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান করার আগে খোঁজখবর নেওয়া প্রযোজন ছিল বলেও কমিশনকে দেওয়া হয়েছে পরামর্শ৷
সূত্রের খবর, ওই চিঠি শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনকে পাঠানো হয়েছে, তা নয়৷ রাজ্যপাল থেকে শুরু করে ডিপিআই ও রাজ্যের শীর্ষ আধিকারিকের চিঠির কপি পাঠানো হয়েছে৷ তবে কলেজ পড়ুয়াদের চিঠি পাঠানো প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যানের কোনও বক্তব্য পাওয়া যায়নি৷