PSC-র প্রশ্নপত্রে নয়া কেলেঙ্কারি, গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

কলকাতা: পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কেলেঙ্কারির অভিযোগ তুলে দায়ের হাওয়া মামলা গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আজ, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় পিএসসির প্রশ্ন ভুল মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে৷ মামলার দায়ের করে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী দাবি তোলেন, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রশ্নপত্রে দুটি প্রশ্ন ভুল রয়েছে৷ আজ শুনানিতে সেই ভুল প্রশ্নের পূর্ণ নম্বর মামলাকারীদের দেওয়ার

PSC-র প্রশ্নপত্রে নয়া কেলেঙ্কারি, গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

কলকাতা: পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কেলেঙ্কারির অভিযোগ তুলে দায়ের হাওয়া মামলা গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আজ, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় পিএসসির প্রশ্ন ভুল মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে৷

মামলার দায়ের করে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী দাবি তোলেন, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রশ্নপত্রে দুটি প্রশ্ন ভুল রয়েছে৷ আজ শুনানিতে সেই ভুল প্রশ্নের পূর্ণ নম্বর মামলাকারীদের দেওয়ার জন্য নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার৷ জানান, ওই দুই প্রশ্নের উত্তরে বিভ্রান্তি রয়েছে, ফলে, মামলাকারী পরীক্ষার্থীরা যাই উত্তর দিন না কেন, তাঁদের পুরো নম্বর দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 3 =