D.EL.ED পরীক্ষার ফলাফল প্রকাশে নয়া কেলেঙ্কারি পর্ষদের

আজ বিকেল: D.EL.ED. পরীক্ষার পার্ট-টু’র ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি জারির ২৪ ঘণ্টার ব্যবধানে পুরানো বিজ্ঞপ্তি প্রত্যাহার করল পর্ষদ৷ ১৭ মাস পর পরীক্ষার ফল ঘোষণার পর হঠাৎ কেন বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত? পর্ষদের এই সিদ্ধান্ত চূড়ান্ত বিড়ম্বনায় ফেলে পার্শ্বশিক্ষকদের৷ পর্ষদের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা৷ তবে, সোমবারের বিজ্ঞপ্তি বাতিল করে মঙ্গলবারের নয়া বিজ্ঞপ্তিতে দু’এক দিনের মধ্যে নতুন করে ফলাফল

D.EL.ED পরীক্ষার ফলাফল প্রকাশে নয়া কেলেঙ্কারি পর্ষদের

আজ বিকেল: D.EL.ED. পরীক্ষার পার্ট-টু’র ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি জারির ২৪ ঘণ্টার ব্যবধানে পুরানো বিজ্ঞপ্তি প্রত্যাহার করল পর্ষদ৷ ১৭ মাস পর পরীক্ষার ফল ঘোষণার পর হঠাৎ কেন বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত? পর্ষদের এই সিদ্ধান্ত চূড়ান্ত বিড়ম্বনায় ফেলে পার্শ্বশিক্ষকদের৷ পর্ষদের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা৷ তবে, সোমবারের বিজ্ঞপ্তি বাতিল করে মঙ্গলবারের নয়া বিজ্ঞপ্তিতে দু’এক দিনের মধ্যে নতুন করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷

চাকরি সংক্রান্ত খবর জানতে এই লিঙ্কে ক্লিক করুন

D.EL.ED পরীক্ষার ফলাফল প্রকাশে নয়া কেলেঙ্কারি পর্ষদেরসোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে জানানো হয়, আজ, মঙ্গলবার বিকেল চারটে থেকে http://www.wbbpe.org/examresultdel9.aspx এই সাইটে ঢুকে জানা যাবে ফলাফল৷ বিজ্ঞপ্তি অনুযায়ী ফলাফল জানতেও শুরু করেন শিক্ষকরা৷ কিন্তু, মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের বিজ্ঞপ্তি বাতিল করা হয়৷ আর এতেই চূড়ান্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন পার্শ্বশিক্ষকদের একাংশ৷ ফলাফল বিভ্রাটের জন্য প্রকাশ্যে পর্ষদ চেয়ারম্যানকে ক্ষমা চাওয়াও দাবি তুলতে থাকেন শিক্ষকদের একাংশ৷ এমনিতেই, বেতন বঞ্চনায় জেরবার রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষক৷ তার উপর ২০১৫-১৭ বর্ষের D.EL.ED পরীক্ষার ফলাফল প্রকাশের বিভ্রাটের জেরে ক্ষোভের আগুন ঘি ঢালে নয়া বিজ্ঞপ্তি৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ৩০ আগস্ট৷ কিন্তু, ২০১৫-১৭ বর্ষের D.EL.ED পরীক্ষার ফলাফলে কেন এত বিলম্ব? পাঁচ মাস পর ফলপ্রকাশের বিজ্ঞপ্তি জারি হওয়ার ২৪ ঘণ্টা পর কেন বাতিল পুরোনো বিজ্ঞপ্তি? প্রশ্ন তুলছেন পার্শ্বশিক্ষকদের একাংশের৷ বিজ্ঞপ্তি অনুযায়ী ফল প্রকাশে বিলম্ব দেখা দিলে তার মাসুল পর্ষদকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ অবিলম্বে ফল প্রকাশে দাবিতে গত ৪ জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ ডেপুটেশন দিয়েছিল৷ দু’একদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হলে বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েন পার্শ্বশিক্ষক শিক্ষক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =