রাজ্য সরকারি চাকরিতে নয়া সংরক্ষণ! বিধানসভায় সওয়াল তৃণমূল বিধায়কের

রাজ্য সরকারি চাকরিতে নয়া সংরক্ষণ! বিধানসভায় সওয়াল তৃণমূল বিধায়কের

কলকাতা:  কেন্দ্র সরকারের ঝাঁচে রাজ্য সরকারি চাকরিতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের অনুমোদন আগেই দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ গতবছর ২ জুলাই ধর্মের পরিবর্তে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা দেওয়ার কথা ঘোষণা হলেও এখনও তা কার্যকর হয়নি৷ রাজ্যের ১০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থায় অনুমোদন দেওয়ার পর এবার বিধানসভায় নয়া সংরক্ষণ ব্যবস্থা চালু করার বিষয়ে এবার সওয়াল করলেন খোদ তৃণমূল বিধায়ক৷

বিধানসভায় জাতি-ধর্ম নির্বিশেষে বাংলার ভূমিপুত্রদের জন্য সরকারি চাকরিতে নয়া সংরক্ষণ ব্যবস্থা চালুর আবেদন জানালেন খোদ তৃণমূল বিধায়ক অমল আচার্য৷ বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান৷ যদিও ওই অধিবেশে ছিলেন না মুখ্যমন্ত্রী৷ আপাতত তিনি এখন জেলা সফরে৷

বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক জানান, জাতি-ধর্ম নির্বিশেষে বাংলার ভূমিপুত্রদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ চালু করা হোক৷ এই সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনে বিল আনা প্রয়োজনব বলেও জানান তিনি৷ চাকরির পরীক্ষায় বাংলায় যাতে ন্যূনতম ২০ শতাংশ নম্বর পাওয়ার ব্যবস্থা করা যায়, তারও ব্যবস্থা করাও দরবার করেন তৃণমূল বিধায়ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + four =