চাকরির শর্তাবলী সংক্রান্ত বেতন কমিশনের নয়া সুপারিশ, আওতায় শিক্ষক-সহ ১২ লক্ষ কর্মচারী

চাকরির শর্তাবলী সংক্রান্ত বেতন কমিশনের নয়া সুপারিশ, আওতায় শিক্ষক-সহ ১২ লক্ষ কর্মচারী

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর৷ আরও একদম শিক্ষক, অশিক্ষক, চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের জন্য এবার নয়া সুপারিশ পেশ করল ষষ্ঠ বেতন কমিশন৷ গতবছর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের শুরু থেকেই নতুন বেতনক্রম চালু হয়েছে৷ এবার উৎসবের মুখে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মচারীদের জন্য আরও এক দফায় গুচ্ছ প্রস্তাব পেশ করেছে বেতন কমিশন৷ প্রস্তাবের আওতায় রয়েছেন, ৩ লক্ষ সরকারী কর্মীচারী ও শিক্ষক, পুরসভা-পঞ্চয়েতের কর্মচারী সহ ১২ লক্ষ কর্মচারী৷ নয়া রিপোর্ট সরকারের ঘরে জমা পড়লেও কার্যকরের বিষয়টি সরকারের ওপরই নির্ভর করছে৷

 

রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন কাজ করেছিল শুরু করেছিল ২০১৬  সালের সেপ্টেম্বরে৷ গতবছর বেতন সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছিল বেতন কমিশন৷ সেই সুপারিশ অনুযায়ী চলতি বছরের শুরু থেকেই নতুন বেতন পাচ্ছেন সরকারি কর্মচারীরা৷ এবার চাকরির শর্তাবলী সংক্রান্ত রিপোর্ট জমা দিল বেতন কমিশন৷ সূত্রের খবর, চাকরি শর্তাবলী সংক্রান্ত বহু সুপারিশ বেতন কমিশনের তরফ অর্থ দফতরে পাঠানো হয়েছে৷

সুপারিশে জানানো হয়েছে, একই পদের জন্য ভিন্ন নিয়োগ পদ্ধতি কোনভাবেই করা যাবে না৷ একই নিয়োগ পদ্ধতি নিয়োগ করতে হবে৷ নিচুতলার কর্মীদের মধ্যে যে বৈষম্য হয়েছে, সেই বৈষম্য দূর করতে হবে৷ তাঁদেরও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আনতে হবে৷ এছাড়া অবসরকালীন যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, সেগুলি সমস্ত কর্মচারীকে দিতে হবে৷ সমতা আনতে হবে অবসরকালীন সুবিধায়৷
এই রিপোর্টের আওতায় রয়েছেন সাড়ে ৩ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী৷ এছাড়াও স্কুল শিক্ষক-সহ পঞ্চায়েত ও পুরসভা মিলিয়ে প্রায় ১২ লক্ষ কর্মচারী৷ আগামী দিনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য পৃথক সুপারিশ পেশ করবে বেতন কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =