১৩ হাজার নয়া পদে নিয়োগ পোস্ট অফিসে, গ্রামীণ এলাকার উন্নতিতে পদক্ষেপ

১৩ হাজার নয়া পদে নিয়োগ পোস্ট অফিসে, গ্রামীণ এলাকার উন্নতিতে পদক্ষেপ

কলকাতা: নতুনভাবে ১৩ হাজার বা তার কিছু বেশি পদ তৈরি করা হবে এবং তাতে হবে নিয়োগ। পোস্ট অফিস নিয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় প্রতি পাঁচ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা নিশ্চিত করতেচায় ডাক বিভাগ। সেই প্রেক্ষিতেই দেশজুড়ে নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস ও অন্যান্য পরিকাঠামো তৈরি করতে উদ্যত হয়েছে তারা। এর ফলে একদিকে যেমন বেকারদের কর্মসংস্থান হবে, অন্যদিকে গ্রামীণ এলাকায় ডাক ব্যবস্থা মজবুত হবে। 

আরও পড়ুন- পর্ষদের শোকজ চিঠি গেল মৃত শিক্ষকের কাছে! ধর্মঘটের দিন নাকি স্কুলে অনুপস্থিত

খবর মিলেছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই পরিকল্পনা বাস্তবায়িত করার অনুমোদন দিয়েছে। ডাক বিভাগ জানিয়েছে, গোটা দেশের গ্রামীণ অঞ্চলজুড়ে নতুন পোস্ট অফিস ও অন্যান্য পরিকাঠামো তৈরি করতে প্রায় সাড়ে ৮৮ কোটির বেশি টাকা প্রয়োজন প্রাথমিকভাবে। এই টাকায় আপাতত ৫ হাজার ৭৪৬ টি নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস তৈরি করা যাবে। তবে কোন কোন পদ তৈরি হবে এই উদ্যোগে? ডাক বিভাগ জানিয়েছে, যতগুলি নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস তৈরি হবে ততগুলি ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদও তৈরি হবে। এছাড়া প্রায় ৭ হাজারের ওপর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদ তৈরি পরিকল্পনাও নেওয়া হয়েছে।