কলকাতা: রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ও এবার সরকারি কর্মীদের মতো বেতন সংক্রান্ত বিভিন্ন নথি অনলাইনে পাবেন। অর্থ দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।সেখানে বলা হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন অর্থ দফতরের এইচআরএমএস ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয় তাঁরা এই সুযোগ পাবেন।
আরও পড়ুন- ঠাকুরনগরে মতুয়া মেলার অনুষ্ঠান, সবাই মোদীর ভাষণের অপেক্ষায়
আসলে সরকারি কর্মীদের বেতন একই ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়। সরকারি কর্মীরা নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে তাঁর পে স্লিপ, আয়কর নথি, ছুটি এবং পিএফের তথ্য পেয়ে যান। ২০১৬ সাল থেকে এই ব্যবস্থা চালু হয়েছে।
শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এই সুযোগ চালু করার দাবি জানিয়েছিলেন। সেই দাবি মেনেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। দীর্ঘ দিন ধরেই শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা এই ইস্যু তুলে সরব হয়ে আসছিল। অবশেষে এই প্রেক্ষিতে নবান্ন থেকে নির্দেশিকা প্রকাশ করা হল। এই খবর পেয়ে বেজায় খুশি রাজ্য আধা সরকারি কর্মচারীরা।