রাজ্যের দু’টি নিয়োগ পরীক্ষার সূচি বদল PSC-র, জারি নয়া বিজ্ঞপ্তি

রাজ্যের দু’টি নিয়োগ পরীক্ষার সূচি বদল PSC-র, জারি নয়া বিজ্ঞপ্তি

কলকাতা: আগামী ২৯ জানুয়ারি রাজ্য সরকারের দু’টি গুরুত্বপূর্ণ নিয়োগের ইন্টারভিউর দিন নির্ধারিত ছিল৷ বন ও বিদ্যুৎ-অপ্রচলিত শক্তি উৎস বিভাগের ইলেক্ট্রিক্যাল ইন্সপেক্টর পদের মৌখিক পরীক্ষা ছিল ওই দিন৷ ২৯ শে জানুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পুজো৷ সেই কারণেই পূর্বনির্ধারিত পরীক্ষাসূচির পরিবর্তন হয়েছে বলে পিএসসির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে৷

একই সঙ্গে ওই দিনের ইন্টারভিউয়ের পরিবর্তিত সূচিও ঘোষণা করা হয়েছে৷ জানানো হয়েছে, বনবিভাগের ইন্টারভিউয়ের পরিবর্তিত তারিখ হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য হয়েছে৷ বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি উৎস বিভাগের ইলেক্ট্রিক্যাল ইন্সপেক্টর পদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত সূচি ধার্য হয়েছে ১২ ফেব্রুয়ারি৷ আরও বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইটে নজর রাখুন৷ চাকরির বাজারের সমস্ত খবর সবার আগে পেতে অবশ্যই নজর রাখুন আজ বিকেল ডট কমে৷

দেখুন বিজ্ঞপ্তি-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eight =