শিক্ষক নিয়োগের জট কাটাতে নয়া বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতা: শিক্ষক নিয়োগে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ৷ কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ইস্যুতে ‘লেজে গোবরে’র অবস্থা৷ দুর্নীতির অভিযোগ, মামলার গেরোয় থমকে নিয়োগ৷ আর এই পরিস্থিতির নিয়ে এবার সরব হলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ায় সাংবাদিক বৈঠক থেকে উষ্মা প্রকাশ শিক্ষামন্ত্রীর৷ যাঁরা চাকরির দোরগোড়ায় চলে এসেছেন, তাঁদের কেন নিয়োগের

শিক্ষক নিয়োগের জট কাটাতে নয়া বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতা: শিক্ষক নিয়োগে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ৷ কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ইস্যুতে ‘লেজে গোবরে’র অবস্থা৷ দুর্নীতির অভিযোগ, মামলার গেরোয় থমকে নিয়োগ৷ আর এই পরিস্থিতির নিয়ে এবার সরব হলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ায় সাংবাদিক বৈঠক থেকে উষ্মা প্রকাশ শিক্ষামন্ত্রীর৷ যাঁরা চাকরির দোরগোড়ায় চলে এসেছেন, তাঁদের কেন নিয়োগের বিষয়েও সওয়াল করেন শিক্ষামন্ত্রী৷ নিজের সুবিধার জন্য অন্যের অসুবিধায় কেন ফেলা হচ্ছে? প্রশ্ন তোলেন তিনি৷

উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়েও উষ্মা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী৷ বিজ্ঞপ্তি জারি হওয়ার চার বছর পরও কেন নিয়োগ প্রক্রিয়া শেষ করা গেল না? শিক্ষামন্ত্রীর সাফ জবাব, একটি জায়গায় জট ছাড়ালে অন্য জায়গায় ফের তৈরি হচ্ছে জট৷ নিয়োগ নিয়ে অভিযোগ থাকলে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করুক৷ সেখানে সমস্যা না মিটলে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলা যেতে পারে৷ তাতেই সমস্যা সমাধান হতে পারে বলে মত শিক্ষামন্ত্রীর৷

চাকরিপ্রার্থীদের প্রশ্ন, নিয়োগ নিয়ে পদপদে কেন এত জট? কেন স্বচ্ছ ভাবে নিয়োগ হচ্ছে না? ঠিক কোথায় জট তৈরি হচ্ছে, সেটা স্পষ্ট করুক কমিশন ও শিক্ষাদপ্তর৷ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন ধারাবাহিক ভাবে দুর্নীতির অভিযোগ উঠচ্ছে? তাহলে কি সরকারের নিয়োগের ইচ্ছা নেই? সেটা কেন স্পষ্ট করা হচ্ছে না? কমিশনে জমা হওয়া ১০ হাজারের মতো অভিযোগের কী অবস্থা? তা কেন স্পষ্ট করা হচ্ছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + four =