আজ বিকেল: উচ্চ প্রাথমিকের শূন্যপদ সংক্রান্ত জটিলতা কাটাতে চাকরি-প্রার্থীদের আশ্বাস দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ দ্রুত শূন্যপদ সংক্রান্ত বিভ্রাট কাটানো হবে বলেও চাকরি-প্রার্থীদের আশ্বাস দিয়েছেন নতুন চেয়ারম্যান৷ ঠিক কী জানিয়েছেন চেয়ারম্যান?
ইন্টার্ন শিক্ষক নিয়োগের বিভ্রান্তি কাটাতে সাংবাদিক বৈঠক করে কমিশনের অবস্থান স্পষ্ট করেন সৌমিত্রবাবু৷ বিবৃতি দিয়ে জানান, উচ্চ প্রাথমিক স্তরে ১৩০৮০ শূন্যপদে নিয়োগ হবে৷ কিন্তু, কেন এত কম শূন্যপদে উচ্চ প্রাথমিকে নিয়োগ? কমিশনের দেওয়া উচ্চ প্রাথমিকের শূন্যপদের সংখ্যা দেখে অনেকে হতাশ হয়ে পড়ছেন কয়েক লক্ষ চাকরিপ্রার্থী৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিভ্রান্তি মেটাতে মাঠে নামে কমিশমন৷
চাকরি-প্রার্থীদের আশ্বস্ত করে প্যানেল প্রকাশের আগের সমস্ত ঘোষিত শূন্যপদ আপডেট হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷ ২০১৪ পরে যে শূন্যপদগুলি অনুমোদন পেয়েছে, তা সম্ভবত বিকাশ ভবন থেকে কমিশনে পাঠানো হয়নি৷ ফলে, আগের শূন্যপদে ভিত্তিতে আপাতত সূচি প্রকাশ করা হয়েছে৷ কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভেরিফিকেশন হওয়ার পর পূর্ণাঙ্গ শূন্যপদের তালিকা প্রকাশ করে দ্বিতীয় দফায় ভেরিফিকেশন করার হবে৷ তবে, কত আসনে নিয়োগ হবে? কবে ভেরিফিকেশন শুরু হবে? ভোটের আগে উচ্চ প্রাথমিকে নিয়োগ শেষ হবে কি না, সে বিষয়ে এখনই তা বলা সম্ভব নয় বলে এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের প্রতিনিধি জানিয়ে কমিশন৷ তবে ভেরিফিকেশন ফেব্রুয়ারিতেই শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷
এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের তরফে বৃদ্ধাবন ঘোষ বলেন, ‘‘আমরা চাই, উচ্চ প্রাথমিকে শূন্যপদ আপডেট হোক৷ আমরা উচ্চ প্রাথমিকের আন্দোলনকে সমর্থন করি৷ আমরা ওয়েটিং নিয়ে আন্দোলন করছি৷ আপার প্রাইমারির আন্দোলনে ওয়েটিংদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে৷’’