সরকারি কর্মচারীদের স্বস্তি দিয়ে নয়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের স্বস্তি দিয়ে নয়া নির্দেশিকা নবান্নের

কলকাতা: অবশেষে কিছুটা পিছু হটল রাজ্য সরকার৷ করোনা সর্তকতা হিসাবে এবার সরকারি কর্মচারীদের জন্য নির্দেশিকা জারি করল নবান্ন৷ নয়া নির্দেশিকায় বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে৷ দেওয়া হয়েছে ছাড়৷

আজ নির্দেশিকা জারি করে রাজ্য সরকারি কর্মচারীদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি অফিসে কর্মচারীদের করোনা স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে৷ দুটি ডেক্সের মধ্যে ব্যবধান থাকতে হবে ২ মিটার৷ অফিসের সময়ে মাস্ক পরতে হবে৷ কম্পিউটার, সুইচবোর্ড স্যানিটাইজ করতে হবে৷ ভিজিটরদের ক্ষেত্রেও দু’মিটার দূরত্ব বজায় রাখতে হবে৷ অফিসের মধ্যে বারবার হাত ধুতে হবে বলেও জারি করা হয়েছে নির্দেশিকা৷

করোনা সতর্কতা হিসাবে কর্মচারীদের বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, অল্প জ্বর, সর্দি, কাশি থাকলে অফিসে আসতে হবে না৷ যে সমস্ত কর্মচারীদের বাড়ি কনটেনমেন্ট জোনের মধ্যে, তাঁরা অফিসে না গিয়ে ই-অফিসের মাধ্যমে কাজ করবেন৷ কোনও রমক উপসর্গ থাকলে অফিসে যেতে নিষেধ করা হয়েছে৷ শুধুমাত্র উপসর্গহীনরা অফিসে আসবেন৷ একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, একটি ঘরের মধ্যে ১০ জনের বেশি কর্মচারী একসঙ্গে বসে কাজ করতে পারনে না৷ শারীরিক দূরত্ববিধি মেনে চলতেই হবে কর্মচারীদের৷

গত সোমবার থেকে শর্তসাপেক্ষে খুলে গিয়েছে সরকারি অফিস৷ কিন্তু গণপরিবহন ব্যবস্থা সচল না হয় চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে কর্মচারীদের চাকরি৷ বাঁচাতে মোটা টাকায় গাড়ি ভাড়া করে অফিসে যেতে বাধ্য হচ্ছেন কর্মচারীরা৷ পরিস্থিতির গুরুত্ব অফিসে আসার জন্য সাইকেল চলাচলে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অফিসে যেতে দেরি হলে লাল-কালি দেওয়া হবে না বলেও দিয়েছেন ছাড়৷ এবার  করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি কর্মচারীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল নবান্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *