পেনশন প্রপকদের ‘লাইফ সার্টিফিকেট’ সংক্রান্ত নয়া নির্দেশ কেন্দ্রের

পেনশন প্রপকদের ‘লাইফ সার্টিফিকেট’ সংক্রান্ত নয়া নির্দেশ কেন্দ্রের

7d3097d4f1c0c5c6da305a6ab7e74504

নয়াদিল্লি: প্রবীণ নাগরিকদের পেনশন চালু রাখার জন্য বার্ষিক লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সরল করল কেন্দ্রী৷ নয়া উদ্যোগ কেন্দ্রীয় পেনশন দপ্তর ও পেনশনারদের কল্যাণ মন্ত্রকের৷

চলতি বছর ১৭ জানুয়ারির এক নির্দেশিকা (নং ১২/৪/২০২০-পিওপিডাব্লু সি-৬৩০০) প্রকাশ করে পেনশন প্রদায়ী ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক পেনশন প্রাপককে এসএমএস বা ই-মেলের মাধ্যমে প্রত্যেক বছর ২৪ অক্টোবর, ১ নভেম্বর, ১৫ নভেম্বর ও ২৫ নভেম্বর এই তারিখগুলি আগান মনে করিয়ে দিতে হবে৷ যাতে তাঁরা বার্ষিক লাইফ সার্টিফিকেট ৩০ নভেম্বরের মধ্যে জমা দিয়ে দেন৷ 

কোনও পেনশন গ্রাহক যাতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া থেকে বঞ্চিত না হন, তার ওপর কড়া নজর রাখার জন্য পেনশন দপ্তর নির্দেশ দিয়েছে ব্যাঙ্কগুলিকে৷ যাতে প্রত্যেক বছর পয়লা ডিসেম্বরের মধ্যে পেনশন প্রাপকদের তালিকা তৈরি করা যয়৷ লাইফ সার্টিফিকেট জমা দিতে অসমর্থ প্রবীণ নাগরিকদের এসএমএস বা ইমেল পাঠানোরও বার্তা দেওয়া দেওয়া হয়েছে৷ সঠিক সময় জমা দিতে না পারলে নামমাত্র অর্থ যা  ৬০ টাকার ঊর্দ্ধে উঠবে না, বিনিময়ে তাঁরা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন৷ সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে প্রবীন ব্যক্তিদের এই পরিষেবা দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *