নতুন নিয়োগে নয়া শর্ত চাপাল রাজ্য, নিয়োগ বেআইনি ঘোষণায় বিপাকে বহু

কলকাতা: পূর্বাভাস আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে তুলেছিলেন প্রশ্ন৷ মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পর এবার নবান্ন থেকে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি৷ কর্মী নিয়োগে অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোন নিয়োগ বৈধ নয় বলে জানিয়ে দেয়া হয়েছে৷ বাতিল করা হয়েছে বেশ কিছু অনুমোদনহীন অস্থায়ী কর্মীর নিয়োগ৷ নয়া বিজ্ঞপ্তিতে

নতুন নিয়োগে নয়া শর্ত চাপাল রাজ্য, নিয়োগ বেআইনি ঘোষণায় বিপাকে বহু

কলকাতা: পূর্বাভাস আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে তুলেছিলেন প্রশ্ন৷ মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পর এবার নবান্ন থেকে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি৷ কর্মী নিয়োগে অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোন নিয়োগ বৈধ নয় বলে জানিয়ে দেয়া হয়েছে৷ বাতিল করা হয়েছে বেশ কিছু অনুমোদনহীন অস্থায়ী কর্মীর নিয়োগ৷

নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু’এক বছরে যে সমস্ত অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে তাতে যদি অর্থ দপ্তরের অনুমোদন না থাকে সেই নিয়োগ বেআইনি ঘোষণা করা হয়েছে৷ রাজ্য সরকারের এই নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন বাংলার কয়েক হাজার অস্থায়ী কর্মী৷ নিয়োগ বেআইনি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ হারাতে চলেছেন বাংলার কয়েক হাজার অস্থায়ী কর্মী! এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ নিয়োগ বেআইনি হলে তার দায় কেন অস্থায়ী কর্মীদের উপর পড়বে? তাঁদের পরিবারের দায় কে নেবে? এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির৷

জারি করা নয়া নির্দেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে আর কোনও কর্মী নিয়োগ করা যাবে না, নিয়োগ করতে গেলে প্রথমেই অর্থ দপ্তরের অনুমোদন নিতে হবে৷ অর্থ দপ্তরের অনুমোদন নেওয়ার পরই নিয়োগ হবে৷ ইচ্ছা খুশি নিজের মতো কর্মী নিয়োগ করতে পারবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয়েছে৷ মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷

ক্ষেত্রে পছন্দের লোককে নিয়োগের ‘রোগ’ যেমন মিটবে তেমনই নিয়োগ দুর্নীতি নিয়ে জটিলতা কমানো যাবে বলে আশা প্রকাশ করছে শাসক শিবির৷ তবে এতদিন কেন পুরসভা নিয়োগকারী বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ নিয়োগ বেআইনি হলে অস্থায়ী কর্মীরা কর্মীদের কী হবে তা নিয়ে উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *