নয়াদিল্লি: একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)৷ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে বলে এনসিইআরটি-র অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে৷ শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ করা হবে৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে ncert.nic.in-এ আবেদন করতে পারবেন৷ আবেদন করার শেষ তারিখ ৩ অগাস্ট,২০২০৷
শূন্য পদের বিস্তারিত বিবরণ-
মোট ২৬৬টি শূন্য পদে প্রফেসার, অ্যাসোসিয়েট প্রফেসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এবং লাইব্রেরিয়ান নিয়োগ করা করা হবে৷
* প্রফেসার- ৩৮টি শূন্য পদ
* অ্যাসিস্ট্যান্ট প্রফেসার- ১৪২ টি শূন্যপদ
* অ্যাসোসিয়েট প্রফেসার- ৮৩টি শূন্যপদ
* অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান- ২টি শূন্য পদ
* লাইব্রেরিয়ান- ১টি শূন্যপদ
যোগ্যতা- কলেজের প্রফেসার, অ্যাসোসিয়েট প্রফেসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে আবেদনের জন্য প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে৷
লাইব্রেরিয়ান- এই পদে আবেদনের জন্য লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্স/ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি এবং ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে৷ এছাড়াও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের যে কোনও স্তরে লাইব্রেরিয়ান হিসাবে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা লাইব্রেরি সায়েন্সে সরকারী/সহযোগী অধ্যাপক হিসাবে ১০ বছর পড়ানোর অভিজ্ঞতা বা ১০ বছর কলেজ লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান- এই পদে আবেদনের জন্য প্রার্থীর লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি এবং ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে৷ এছাড়াও লাইব্রেরি কম্পিউটারাইজেশনের জ্ঞানও থাকতে হবে৷
এনসিইআরটি পরীক্ষার জন্য আবেদনের ফি-
জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ১০০০ টাকা ফি দিতে হবে৷ তবে মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষার জন্য কোনও ফি দিতে হবে না৷