ফের প্রাথমিকে বেতন বৈষম্য! কেন মিলছে না নোশনাল এফেক্ট? তুঙ্গে বিদ্রোহ!

ফের প্রাথমিকে বেতন বৈষম্য! কেন মিলছে না নোশনাল এফেক্ট? তুঙ্গে বিদ্রোহ!

কলকাতা: টানা ১৫ দিনের অনশন-ধর্নার পর প্রাথমিক শিক্ষকদের যৎসামান্য গ্রেড-পে বাড়ানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ সেই নির্দেশ ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে৷ পর পর দীর্ঘ ৫০ মাস পর চালু হয়েছে ষষ্ঠ বেতন কমিশন৷ জানুয়ারি থেকে বেতন কমিশন কার্যকর করেছে রাজ্য৷ কিন্তু, যৎসামান্য গ্রেড-পে বৃদ্ধি ও বেতন কমিশন চালু হলেও ২০১৬ থেকে নোশনাল এফেক্ট এখনও পাননি প্রাথমিক শিক্ষকরা৷ এবার সেই নোশনাল এফেক্ট চালুর বিষয়ে রাজ্যের উপর চাপ বাড়ানোর পথে হাঁটতে চলেছে প্রাথমিক শিক্ষকদের একাংশ৷

শিক্ষকদের অভিযোগ, নয়া বেতনে ২০১৬ সাল থেকে কোনও বকেয়া দেওয়া হয়নি৷ তবে, বকেয়া না দিলেও অন্তত তাঁদের জন্য ২০১৬ থেকে দেওয়া হোক নোশনাল এফেক্ট৷ আর তা না হলে বড়সড় আর্থিক লোকসানের সম্মুখীন হবেন বাংলার প্রায় দু’লক্ষ প্রাথমিক শিক্ষক৷

প্রাথমিক শিক্ষকদের একাংশের দাবি, অবিলম্বে দেওয়া হোক নোশনাল এফেক্ট ২০১৬ সালের আগস্ট থেকে৷ আর তা না হলে ১ লক্ষ ৮০ হাজার প্রাথমিক শিক্ষক মাসে এক থেকে দেড় হাজার টাকা কম পাবেন৷ ফলে, আর্থিক সমস্যার মুখে পড়বেন৷ বিষয়টি নিয়ে সরকার যাতে গুরুত্ব দিয়ে দেখে, তারও আর্জি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷

নোশনাল এফেক্ট ও রোপা বিধি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে৷ স্কুল শিক্ষকদের রোপায় প্রাথমিক স্কুলের প্রধানদের শিক্ষকদের ইনক্রিমেন্ট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে৷ কেন প্রাথমিক শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ? প্রশ্ন তুলেছে শিক্ষকদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =