Aajbikel

বয়সের ঊর্ধ্বসীমা বাড়তে পারে! সিভিক নিয়োগে নয়া ভাবনা নবান্নের

 | 
সিভিক ভলেন্টিয়ার্স

কলকাতা: কয়েক মাস আগেই রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকের পর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিত মিলেছিল যে, সিভিক ভলান্টিয়াররা স্থায়ী চাকরি পেতে পারেন। এবার জানা গেল, সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথাও ভাবছে সরকার। সব ঠিক থাকলে আগামী লোকসভা ভোটের আগে যে কোনও দিন সিদ্ধান্ত ঘোষণা করতে পারে নবান্ন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। নিয়োগের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হতে পারে। 

সরকারের এই ভাবনার খবর বেরিয়ে আসতেই কর্মসংস্থান নিয়ে আশা দেখা দিয়েছে। কারণ বয়স বৃদ্ধির কারণে রাজ্যের বহু বেকার যুবক-যুবতী এই নিয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন বলে দাবি। অন্যদিকে চলতি মাসে কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে ভাঙড়। এর ফলে থানার সংখ্যাও বৃদ্ধি পাবে। তা ৮০ থেকে বেড়ে হতে পারে ৮৮। স্বাভাবিকভাবেই এসআই, সার্জেন্টদের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারও নিয়োগ করতে হবে। তাই রাজ্যের এই ভাবনাকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন মহল। মুখ্যমন্ত্রীর আগের ইঙ্গিত অনুযায়ী এমনিতেই কোনও সিভিক ভলান্টিয়ার ভাল কাজ করলে তিনি স্থায়ী চাকরির সুযোগ পাবেন। সিভিকরা কনস্টেবল হিসাবে স্থায়ী চাকরি পেতে পারেন। 

এদিকে সম্প্রতি রাজ্য সরকার এও ঘোষণা করেছে, কলকাতা পুলিশ-দমকল-স্বাস্থ্য সহ রাজ্যে প্রায় ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে খবর, মোট ৮ হাজার ৫১২ শূন্যপদে নিয়োগ করা হবে যার মধ্যে কলকাতা পুলিশে নিয়োগ করা হতে চলেছে ২ হাজার ৫০০ কনস্টেবল। 

Around The Web

Trending News

You May like