কলকাতা: সরস্বতী পুজোর আগের স্কুল শিক্ষকদের জন্য সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই আগাম সুখবরকে কার্যত বাস্তব করার পথে হাঁটল রাজ্য মন্ত্রিসভা৷ স্কুল শিক্ষকদের জন্য আজ রাজ্য মন্ত্রিসভায় বেশ কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মন্ত্রিসভায় ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নবান্নে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিক্ষকদের বিষয়টি আজকের মেনশন করা হল৷ কোনও গুরুত্বপূর্ণ বিষয় হলে আমি স্বরসতী পূজোর সময় যেটা বলেছিলাম, ক্যাবিনেট সেটা মেনশন করা হল৷ অনেক শিক্ষকরা আছেন, দূরে দূরে থাকেন৷ তাঁদের সন্তানদের প্রতি পালন করতে সমস্যা হয়৷ তাঁদের ঘরবাড়ি দূরে থাকে৷ বাবা-মা অনেক কষ্ট করে৷ যাতায়াত করতে অনেকটা দূর হয়ে যায়৷ তাতে তাদের ফ্যামিলি দেখতে পারেন না৷ স্কুলে যাতায়াত করতে সময় চলে যায়৷ তাই একটা প্ল্যানিং করার চেষ্টা করছি, জেলার শিক্ষক সেই জালায় হয়, সেটা নিয়ে একটা বিশেষজ্ঞ দল গঠন করার কথা বলা হয়েছে৷ শিক্ষামন্ত্রীকে একটা প্রোগ্রাম করে বিষয়টি জানাতে বলা হয়েছে৷’’
এরপরই নতুন শিক্ষক নিয়োগ করা হবে কি না জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী কিছুটা উষ্মা প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভাই এটা শিক্ষা দপ্তরের বিষয়৷ শিক্ষা দপ্তর বলবে৷ আমি যদি সব বলে দিই তাহলে ওরা কি করবে? এটা ধারাবাহিক পদ্ধতি৷ এটা চলতেই থাকে৷’’
এর আগে টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘‘আমরা আমাদের শিক্ষক ও আমাদের ছাত্রদের জন্য গর্বিত৷ শিক্ষকরা হলেন প্রধান অভিভাবক৷ আমাদের আগামীকালকে সত্যিকারের নেতা হওয়ার জন্য আমাদের ছাত্রদের লালন-পালনের মাধ্যমে সমাজ এবং জাতি গঠনে তাঁদের বিশাল অবদান রয়েছে৷’’ দ্বিতীয় টুইটে শিক্ষক বদলির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘সরস্বতী পুজার প্রাক্কালে, আমাদের সকল শিক্ষদের প্রতি কৃতজ্ঞতা৷ আমরা শিক্ষকদের নিজের জেলায় পোস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি৷’’ মুখ্যমন্ত্রী তাঁর তৃতীয় টুইটে লেখেন, ‘‘এই ঐতিহাসিক সিদ্ধান্তটি তাঁদের নিজের পরিবারের প্রতি যত্নবান হতে পারবেন৷ সমাজ গঠনের কাজে অবদান রাখার জন্য বেশি সময় দিতে পারবেন৷ শান্ত ও মনোযোগ নিয়ে কাজ করতে সহায়তা করবে এই সিদ্ধান্ত৷ সকলকে আমার শুভেচ্ছা!’’
যদিও, এর আগে গতবছর ৩০ মে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি ও ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ডে বদলির প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন৷ মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন গ্রহণের পর গত ৬ ডিসেম্বর কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলেও এখনও পর্যন্ত নতুন স্কুলে যোগ দিতে পারেননি স্কুল শিক্ষকদের বড়অংশ৷ পরে চলতি মাসে কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই প্রক্রিয়া আরও একমাস বৃদ্ধি করার ঘোষণা করে৷ এবার নতুন বছরে মুখ্যমন্ত্রীর নয়া বদলি নীতি ঘোষণা ও মন্ত্রিসভার অনুমোদন ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চ৷
স্কুল শিক্ষকদের বদলি সংক্রান্ত মুখ্যমন্ত্রীর টুইট বার্তার পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় বদল আসছে বলেও ইঙ্গিত দিয়েছিলিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেই সংক্রান্ত প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার সেই ইঙ্গিত আরও খানিকটা খোলসা করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরস্বতী পুজোর দিনে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন বেশ কিছু নিয়ম লাগু হবে৷ বদলে যাবে চলতি ইন্টারভিউ প্রক্রিয়া৷ একই সঙ্গে স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন পার্থ৷