কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ের সার্টিফাইড কপি রাজ্য সরকারের কাছে জমা পরল। ওই মামলার আবেদনকারী কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে নবান্ন মুখ্য সচিব মলয় দে ও অর্থ সচিবের দপ্তরের কপি জমা দেয়া হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, রায়ের কপি জমা পড়লেও পাল্টাই আইনি প্রস্তুতি রাজ্যের!
কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের হারে রাজ্যের কর্মীদের ডিএ দেওয়ার সংক্রান্ত নীতি ছয় মাসের মধ্যে তৈরি করার নির্দেশ দিয়েছে স্যাট৷ ওই সময় পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা৷ রাজ্য সরকার উচ্চ আদালতে আপিল করলে আইনি লড়াই তাঁরা লড়বেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷
গত ২৬ জুলাই ডিএ মামলার রায় সপ্তাহ কেটে গেলেও স্যাটের রায় নিয়ে সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ সরকারি সূত্রে খবর, স্যাটের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারে সরকার৷ এর জন্য আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে৷ সরকারের হাতে সময় আছে৷ তিন মাসের মধ্যে উচ্চ আদালতে যেতে পারে সরকার৷ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে ছয় মাসের মধ্যে নীতি ঘোষণা করতে হবে সরকারকে৷ ১ বছর বা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার মধ্যে যেটি আগে হবে তার মধ্যে দিয়ে মেটাতে বলেছে স্যাট৷