সরকারি কর্মীদের দেওয়া টাকা ফেরত চাইল নবান্ন! জারি নির্দেশ

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বেড়াতে যাওয়ার জন্য এবার থেকে শুধুমাত্র যাতায়াতের ভাড়া দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ দপ্তর৷ অর্থ দপ্তরের তরফ একটি নির্দেশিকা জারি করে বাড়তি টাকা ফেরতও চাওয়া হয়েছে৷ হোটেল ভাড়া, বেড়ানোর অন্য কোন খরচ মেটানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেখানে৷ এবার আরও একধাপ এগিয়ে এলটিসিতে বিধিবহির্ভূতভাবে নেওয়া টাকা ফেরত দিতে

সরকারি কর্মীদের দেওয়া টাকা ফেরত চাইল নবান্ন! জারি নির্দেশ

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বেড়াতে যাওয়ার জন্য এবার থেকে শুধুমাত্র যাতায়াতের ভাড়া দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ দপ্তর৷ অর্থ দপ্তরের তরফ একটি নির্দেশিকা জারি করে বাড়তি টাকা ফেরতও চাওয়া হয়েছে৷ হোটেল ভাড়া, বেড়ানোর অন্য কোন খরচ মেটানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেখানে৷ এবার আরও একধাপ এগিয়ে এলটিসিতে বিধিবহির্ভূতভাবে নেওয়া টাকা ফেরত দিতে কর্মচারীদের উদ্দেশ্যে নতুন করে নির্দেশিকা জারি হয়েছে৷ আর তার জেরে নতুন করে তৈরি হয়েছে কর্মচারী মহলের ক্ষোভ৷

অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৫ সালের নভেম্বর মাস থেকে এখনও পর্যন্ত যে কর্মীরা এলটিসি সুবিধা নিয়েছেন, তারা যাতায়াতের খরচ ছাড়া বাড়তি কোনও টাকা সরকারের থেকে আদায় করে থাকলে তা মুচলেখা দিয়ে জানাতে হবে৷ বাড়তি টাকা ফেরত দিতে হবে সরকারের ঘরে৷ প্রতি মাসের হিসাবে ১২টি কিস্তিতে ওই টাকা ফিরিয়ে দিতে হবে৷ যে কর্মীরা তার আগে অবসর নেবেন, তাঁদের অবসর নেওয়ার আগেই বাড়তি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ (এই লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি- www.wbfin.nic.in/writereaddata/5561-F(P).pdf)

সরকারি কর্মীদের দেওয়া টাকা ফেরত চাইল নবান্ন! জারি নির্দেশ

এর আগে অর্থ দপ্তরের তরফে একদফায় বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, এলটিসি শুধুমাত্র যাতায়াতের খরচ বহন করবে৷ রাজ্য বাস-ট্রেন বিমান ভাড়া হিসেবে নির্ধারিত অর্থ দেওয়া হবে৷ হোটেল ভাড়া সহ বেড়ানোর খরচ নিজেদের পকেট থেকে কর্মচারীদের দিতে হবে৷

এছাড়া এলটিসির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই সুবিধা নিতে চাওয়া কর্মীদের উদ্দেশ্যে আরও একটি নির্দেশিকা জারি করা হয়৷ রেল বা বিমানের টিকিটে কর্মীদের সরাসরি কাটতে হবে৷ কোন ভ্রমণকারী সংস্থার মাধ্যমে টিকিট কাটলে তা গ্রাহ্য হবে না বলে জানানো হয়৷ নির্দিষ্ট সময়ের আগে সেই টিকিট ফটোকপি জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

সরকারি কর্মীদের দেওয়া টাকা ফেরত চাইল নবান্ন! জারি নির্দেশ

অর্থ দপ্তরের কর্তাদের দাবি, প্যাকেজ ট্যুরের নামে অধিকাংশ কর্মীদের মধ্যে এলটিসি খাতে সরকারের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছিল৷ সম্প্রতি এই খাতে খরচ বেড়ে যাওয়ায় বিষয়টি নজরে আসে৷ কাগজপত্র খতিয়ে দেখে ধরা পড়েছে, বহু কর্মী টুর প্যাকেজে যাবতীয় খরচ হিসাবে বহু টাকা বিল জমা করিয়েছেন৷ তার পাশাপাশি তা অনুমোদনও দেওয়া হয়ে গিয়েছে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই নতুন ব্যবস্থা বলে জানা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *