আগামী ৩ বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা মুকেশ আম্বানির

আগামী ৩ বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা মুকেশ আম্বানির

মুম্বই: করোনা আবহে যখন দেশজুড়ে বেকারত্বের হার বাড়ছে, তখন কর্মসংস্থানের বার্তা দিল রিলায়েন্স রিটেল কোম্পানি৷ গোটা দেশে আগামী তিন বছরে রিলায়েন্স রিটেলে আরও ১০ লক্ষ কর্মসংস্থান হবে ৷ রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় একথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি৷ আগামী পাঁচ বছরে রিলায়েন্স রিটেলের ব্যবসা তিন থেকে পাঁচ গুণ বাড়ার দাবি করলেন তিনি৷

মুকেশ আম্বানি বলেন, ‘করোনার মতো কঠিন পরিস্থিতিতেও রিলায়েন্স রিটেল শুধু যে নিজেদের কর্মীদের চাকরি সুরক্ষিত রেখেছে তাই নয়, ৬৫ হাজার নতুন পদে চাকরি পাওয়ারও সুযোগ করে দিয়েছে৷ এখন রিলায়েন্স রিটেলের কর্মীসংখ্যা ২ লক্ষ৷ ফলে চাকরিতে নিয়োগের দিক থেকে আমরা এখন দেশে অন্যতম বৃহত্তম সংস্থা৷ আগামী তিন বছরে রিলায়েন্স রিটেলে দশ লক্ষেরও বেশি কর্মী চাকরি পাবেন৷ ফলে আরও অধিক সংখ্যার মানুষ উপার্জনের পথ পাবেন৷ চলতি অর্থবর্ষে রিলায়েন্স রিটেল আরও ১,৫০০ নতুন স্টোর খুলেছে৷ ফলে বর্তমানে রিলায়েন্স রিটেলের স্টোর সংখ্যা দাঁড়াল ১২,৭১১, যা গোটা দেশে রিটেল ক্ষেত্রে সর্বোচ্চ৷ মুকেশ আম্বানি বলেন, ‘গত বছর রিলায়েন্স রিটেলে প্রতিদিন পোশাক বিক্রি হয়েছে পাঁচ লক্ষ ইউনিট৷ বছরে ১৮ কোটির বেশি পোশাক বিক্রি হয়েছে৷ এটি একসঙ্গে যুক্তরাজ্য, জার্মানি এবং স্পেনের জনসংখ্যার জন্য প্রয়োজনীয় পোশাকের সমান৷’

রিলায়েন্স রিটেলে কর্মরত ব্যক্তিদের উদ্দেশে মুকেশ আম্বানির বক্তব্য, ‘আমাদের ভাবনা একেবারেই জটিল নয়৷ ক্রেতাদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য আমরা আপনাদের সবরকম সহযোগিতা করব৷ সেজন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের অর্ডার তিন গুন বৃদ্ধি পেয়েছে৷ নতুন অর্ডারের মধ্যে সময়ের ব্যবধান দু’ গুণ কমেছে৷’ মুকেশ আম্বানি বলেন, ‘রিটেল ব্যবসা যত দ্রুত গতিতে এগোচ্ছে, তাতে আগামী তিন থেকে পাঁচ বছরে তা অন্তত তিন গুন বৃদ্ধি পাবে৷’ উল্লেখ্য, দেশে বেকারের সংখ্যা যে হারে বেড়েছে, তাতে রিলায়েন্স রিটেল কর্মসংস্থানের বার্তা দেওয়ায় আগামী দিনের জন্য আশার আলো দেখছেন চাকরিপ্রার্থী যুবক যুবতীরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 5 =