কলকাতা: শিক্ষক নিগ্রহে পুলিশের পাশে দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষকদের চূড়ান্ত বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ হাওড়ার সরৎ সদনে প্রশাসনিক বৈঠকে মেজাজ হারিয়ে পার্শ্বশিক্ষক ও কালো ব্যাজ পরে ক্লাস নেওয়া শিক্ষকদের বিঁধলেন মুখ্যমন্ত্রী৷
শিক্ষকদের ‘কালা দিবস’ পালন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘কথায় কথায় আন্দোলন মেনে নেব না৷ রাজ্য সরকার টাকা কোথা থেকে? কেন্দ্রকে বলুন রাজ্যকে রিজার্ভ ব্যাংক খুলে দিতে৷ আমরা রাজ্যে ধর্মঘট বন্ধ হয়ে দিয়েছি৷ এই সব চলবে না৷’’
পার্শ্বশিক্ষকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা দিচ্ছে না৷ এক বছর আগে প্যারা টিচারদের মাইনে বাড়ানো হয়েছে৷ শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে আন্দোলন করছে৷ কালো ব্যাজ পরে ক্লাস করছে শিক্ষকরা৷ বাচ্চারা কী শিখবে?’’ যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে গোটা রাজ্যজুড়ে চলছে শিক্ষক অসন্তোষ৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে পর্যবেক্ষক মহল৷ আগামী দিনে শিক্ষকরা যদি আন্দোলনে নামেন, তার ফল যে খুব একটা ভাল হবে তাও কার্যত ইঙ্গিত দিলেন বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল৷
পূর্ণ শিক্ষকের মর্যদা ও সম কাজে সম বেতনের দাবিতে পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আজ কর্মবিরতির পালন করছেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক৷ শিক্ষকদের উপর পুলিশি তাণ্ডবের প্রতিবাদে ইতিমধ্যেই কালো ব্যাজ পরে আজ স্কুল করছেন বাংলাক শিক্ষকদের একাংশ৷ ইতিমধ্যেই বিভিন্ন স্কুল ও শিক্ষা দপ্তরের বাইরে প্রতিবাদ পোস্টার দেওয়া হয়েছে৷ আজ সপ্তাহের প্রথম দিনে স্কুলে যোগ দেননি ৮০ শতাংশ পার্শ্বশিক্ষক৷
আপাতত কর্মসূচি প্রত্যাহার করে নিলেও পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে ঘোষণা করা হয়েছে, দিন কয়েকের মধ্যেই বড়োসড়ো কর্মসূচি ঘোষণা করা হবে৷ এবার আরও বেশি জমায়েত ও পরিকল্পনামাফিক আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে৷ পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগিরথ ঘোষ জানিয়েছেন, ব্রিটিশদের মতো পুলিশ তাঁদের উপর আক্রমণ চালিয়েছে৷ এই হামলার প্রতিবাদে আরও বড়সড় আন্দোলনের করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ শনিবার রাতে আলো নিভিয়ে শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলার প্রতিবাদে আজ ক্লাস কয়কট করেছেন পার্শ্বশিক্ষকদের বড়অংশ৷ এই নিয়ে আজ মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ মুখ্যমন্ত্রীর হুমকির প্রসঙ্গে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে নির্যাতিতা পার্শ্ব শিক্ষিকাদের সহানুভূতি না দেখিয়ে হুমকি দেওয়াটা অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক৷ বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর সময় টাকা পাচ্ছেন কোথা থেকে! নির্লজ্জের মতো আপনারা নিজেদের বেতন নিজেরা বাড়িয়ে নেন৷ আর শিক্ষকদের বেতন বাড়ানোর বেলায় টাকা নেই৷ তাঁদের মতো বেতন বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলে নিশ্চয় শিক্ষকরা রাস্তায় নেমে আন্দোলন করতেন না৷ মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া ও পার্শ্বশিক্ষকদের দাবিদাওয়া মিটিয়ে ফেলা৷’’