পুলিশে ১২ হাজারের বেশি শূন্যপদ, শীঘ্রই নিয়োগ

কলকাতা: কলকাতা পুলিশে ১২ হাজারেরও বেশি শূন্যপদে শীঘ্রই নিয়োগ৷ এই শূন্যপদ পূরণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আপাতত কলকাতা পুলিশে মোট অনুমোদিত পদের সংখ্যা ৩৫ হাজার ৬০৯। তার মধ্যে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন ২৩ হাজার ২৬৮ জন৷ অর্থাৎ, ১২ হাজার ৩৪১টি পদ ফাঁকা পড়ে রয়েছে। পুলিশের মতো দায়িত্বপূর্ণ একটি বিভাগে এই বিপুল সংখ্যক শূন্যপদ যথেষ্ট উদ্বেগের বলেই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে পুলিশ বিভাগে আটকে থাকা যাবতীয় নিয়োগ শেষ করতে হবে। এই বিষয়ে আধিকারিকদের রীতিমতো ধমক দেন তিনি৷ তাঁর নির্দেশ, দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ৷
দীর্ঘদিন কলকাতা পুলিশে নিয়োগ না হওয়ায় সাব- ইনসপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল পদে শূন্যপদের সংখ্যা ক্রমাগত কমছে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশ বিভাগকেই৷ কারণ ‘গ্রাউন্ড জিরো’-তে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের এই তিনটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তি আইনের আওতাধীন অপরাধ ছাড়া অন্যান্য অভিযোগের তদন্তের দায়িত্বে মূলত থাকেন সাব ইনসপেক্টররা৷ ফলে এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা পুলিশে সাব ইনসপেক্টরের অনুমোদিত পদের সংখ্যা ২,১১৯। এর মধ্যে মহিলাদের জন্য বরাদ্দ ২০০টি পদ। বর্তমানে এই পদে কর্মরত রয়েছেন মাত্র ১,৫২৬ জন। এর মধ্যে ১,৪০৫ জন পুরুষ ও বাকিরা মহিলা। অর্থাৎ সাব ইনসপেক্টর পদে শূন্য ৫৯৩টি আসন। অন্যদিকে, ৫৯২ জন সার্জেন্ট পদমর্যাদার অফিসারের কমতি রয়েছে কলকাতা পুলিশে। পুলিশ বিভাগে সবচেয়ে বেশি সংখ্যায় প্রয়োজন হয় কনস্টেবলদের। তবে বর্তমানে এই ব়্যাঙ্কেই সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে৷ কনস্টেবলের অনুমোদিত পদের সংখ্যা ২৩ হাজার ৪৯৭ (পুরুষ ও মহিলা মিলিয়ে)। তার মধ্যে ৮ হাজার ৬৫৬টি পদই ফাঁকা পড়ে রয়েছে।
কোন পদে কত শূন্যপদ-
সাব ইনসপেক্টর - ৫৯৩
সার্জেন্ট - ৫৯২
কনস্টেবল - ৮৬৫৬
অন্যান্য - ২৫০০
মোট - ১২৩৪১