SSC-র অনশন মঞ্চে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীকে বার্তা মহম্মদ সেলিমের

কলকাতা: শিক্ষক নিয়োগের দাবিতে চলতে থাকা চাকরিপ্রার্থীদের অনশনে মঞ্চে গেলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম৷ বুধবার সেলিম বলেন, “যে দিদি ওদের মারার ব্যবস্থা করেছে তাঁর কাছেই ওঁরা বাঁচার আর্তি জানাচ্ছে৷ ইংরেজের শাসনকালেও এই বয়সী ছেলে মেয়েরা কখনও এক সপ্তাহ ধরে অনশন করেনি৷ অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ একদিন দু’দিন অনশন করলেই যে কেউ অসুস্থ হয়ে পড়ে৷ সেখানে

6e7636c4e7ce588af7064266432ee4ea

SSC-র অনশন মঞ্চে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীকে বার্তা মহম্মদ সেলিমের

কলকাতা: শিক্ষক নিয়োগের দাবিতে চলতে থাকা চাকরিপ্রার্থীদের অনশনে মঞ্চে গেলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম৷ বুধবার সেলিম বলেন, “যে দিদি ওদের মারার ব্যবস্থা করেছে তাঁর কাছেই ওঁরা বাঁচার আর্তি জানাচ্ছে৷ ইংরেজের শাসনকালেও এই বয়সী ছেলে মেয়েরা কখনও এক সপ্তাহ ধরে অনশন করেনি৷ অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ একদিন দু’দিন অনশন করলেই যে কেউ অসুস্থ হয়ে পড়ে৷ সেখানে সাতদিন না খেয়ে থাকাটা মুখের কথা নয়৷’’

তিনি আরও জানান, “এরা সুরাহা চাইছে এদের সাথে আলোচনা করে সেটার সমাধান করুক রাজ্য সরকার৷ আমি যখন কোনও স্কুলের কিছু উদ্বোধন করতে যাই তখন দেখি পর্যাপ্ত শিক্ষক নেই৷ প্রধান বিষয়গুলির শিক্ষকের ঘাটতি রয়েছে৷ স্বাভাবিকভাবেই ৪-৫ বছর ধরে যদি নিয়োগ না হয় তাহলে আর ১০ বছর পর সেই স্কুল গুলিতে শিক্ষক থাকবে না কোনও৷ আর ১৫ বছর পর সেখানে ছাত্রও থাকবে না৷ সামর্থ্য না থাকলেও বেশি টাকা দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করতে হচ্ছে শিশুদের৷’’

সেলিম ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যে কৃতকার্য আর অকৃতকার্যের মধ্যে পার্থক্য জানেনা সে শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যই নয়৷ মানছি একদিনে এতজনকে নিয়োগপত্র দেওয়া সম্ভব নয়৷ কিন্তু এরা নিয়োগপত্র দেওয়ার কাজ তো শুরু করতেই পারে৷ এটা তো গতানুগতিক একটি প্রক্রিয়া৷ যাঁদের ভেরিফিকেশন, ইন্টারভিউ হয়েগেছে তাঁদের স্কুলগুলিতে পাঠানো হোক৷ আর যাদের তা হয়নি তাঁদের ইন্টারভিউর জন্য ডাকা হোক৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *