SSC-র অনশন প্রসঙ্গ তুলে ফের মমতাকে কড়া বার্তা মোদির

বালুরঘাট: বুনিয়াদপুরের সভা থেকে ফের পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এসএসসি’র অনশন প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেনও করেন৷ বলেন, ‘‘এখানে পরীক্ষায় পাশ করা চাকরি-প্রার্থীদেরও চাকরি দেওয়া হয় না৷’’ দক্ষিণ দিনাজপুরে এই প্রথম স্বাধীন ভারতের কোনও প্রধানমন্ত্রী সভা করলেন৷ সভার শুরুতেই বাংলার গণতন্ত্র ব্যবস্থাকে কটাক্ষ

63e2c76ff2759516f8be50cc3f2c5754

SSC-র অনশন প্রসঙ্গ তুলে ফের মমতাকে কড়া বার্তা মোদির

বালুরঘাট: বুনিয়াদপুরের সভা থেকে ফের পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এসএসসি’র অনশন প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেনও করেন৷ বলেন, ‘‘এখানে পরীক্ষায় পাশ করা চাকরি-প্রার্থীদেরও চাকরি দেওয়া হয় না৷’’

দক্ষিণ দিনাজপুরে এই প্রথম স্বাধীন ভারতের কোনও প্রধানমন্ত্রী সভা করলেন৷ সভার শুরুতেই বাংলার গণতন্ত্র ব্যবস্থাকে কটাক্ষ করেন মোদি৷ একই সঙ্গে বাংলার কর্মসংস্থানকে হাতিয়ার করে বলেন, ‘‘বাংলার কর্মসংস্থানের কথা বলছেন মমতাজি৷ কিন্তু, এখানে পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীদের চাকরির ব্যবস্থাও করা হচ্ছে না৷ এখানে শুধু সিন্ডিকেট চলছে৷’’ তোষণের রাজনীতির অভিযোগ তুলে মোদির দাবি, এখানে দুর্গাপুজো করতে সমস্যায় পড়তে হয়৷ মিছিল করতে দেওয়া হয় না৷ এই দিদির সরকারের পতন অনিবার্জ৷ আমরা এই হিসাব নেব৷’’

শিক্ষক নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের ২৯ দিনের অনশন প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘আজ দিদির রাজ্যে চাকরির পরীক্ষায় পাশ করা সফল প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না৷ তাঁদের অনশন করতে হচ্ছে৷’’ একই সঙ্গে চোপড়ায় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জনতার প্রতিরোধের প্রসঙ্গ তোলেন৷ খাগড়াগড় বিস্ফোরণের তদন্ত রাজ্য সরকার চেপে গিয়েছিল বলেও অভিযোগ তোলেন মোদি৷ এর আগেও কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে এসএসির প্রসঙ্গ তোলেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *