বাংলার শিক্ষকদের বেতন বঞ্চনা মেটাতে হস্তক্ষেপ করবেন মোদি?

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার দাবিতে আন্দোলন করছেন৷ ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের প্রাথমিক শিক্ষকরা কেন্দ্রীয় হারে বেতন পেলেও বঞ্চিত বাংলার ৬৩ হাজার প্রাথমিক শিক্ষক৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বেতন বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দ্বারস্ত হলেন বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার সদস্যরা৷ বিজেপি সূত্রে খবর, শনিবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভায় পশ্চিমবঙ্গ বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক

বাংলার শিক্ষকদের বেতন বঞ্চনা মেটাতে হস্তক্ষেপ করবেন মোদি?

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার দাবিতে আন্দোলন করছেন৷ ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের প্রাথমিক শিক্ষকরা কেন্দ্রীয় হারে বেতন পেলেও বঞ্চিত বাংলার ৬৩ হাজার প্রাথমিক শিক্ষক৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বেতন বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দ্বারস্ত হলেন বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার সদস্যরা৷

বাংলার শিক্ষকদের বেতন বঞ্চনা মেটাতে হস্তক্ষেপ করবেন মোদি?বিজেপি সূত্রে খবর, শনিবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভায় পশ্চিমবঙ্গ বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার তরফে পশ্চিমবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার কথা তুলে ধরা হয়৷ একই সঙ্গে কেন্দ্রীয় হারে বেতনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়৷

দাবিপত্র তুলে দেন পশ্চিমবঙ্গ বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য নেতা সব্যসাচী ঘোষ, বুদ্ধদেব মণ্ডল, সঞ্জয় বিশ্বাস ও অন্যান্য নেতৃত্ববৃন্দ৷ বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস বলেন, ‘‘বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মালদহের জনসভাতেই বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে প্রথম মন্ত্রীসভা বৈঠকেই সপ্তম পে-কমিশন গঠন করা হবে৷ এবং সমস্ত ধরনের শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন প্রদান করা হবে৷ আজ আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শিক্ষকদের বঞ্চনার কথা ও প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবি তুলে ধরলাম৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =