বেকারত্ব সমস্যা মেটাতে মোদি সরকারের বড় ঘোষণা

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছে৷ চলে এসেছে নতুন বছর ২০১৯৷ ফলে, নির্বাচনের কথা মাথায় রেখে এবার বেকারত্ব সমস্যা মেটাতে এবার আরও মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ নতুন বছরের প্রথম দিনেই বেকারত্ব সমস্যা মেটা নয়া প্রকল্পের ‘বরুণ মিত্র যোজনা’ চালু করল কেন্দ্র৷ ঠিক কী কী পরিষেবা থাকছে নয়া এই প্রকল্পে? ‘বরুণ

বেকারত্ব সমস্যা মেটাতে মোদি সরকারের বড় ঘোষণা

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছে৷ চলে এসেছে নতুন বছর ২০১৯৷ ফলে, নির্বাচনের কথা মাথায় রেখে এবার বেকারত্ব সমস্যা মেটাতে এবার আরও মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ নতুন বছরের প্রথম দিনেই বেকারত্ব সমস্যা মেটা নয়া প্রকল্পেরবরুণ মিত্র যোজনা চালু করল কেন্দ্র৷ ঠিক কী কী পরিষেবা থাকছে নয়া এই প্রকল্পে?



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

‘বরুণ মিত্র যোজনা’য় থাকছে তিন সপ্তাহের বিনামূল্যে প্রশিক্ষণ৷ গোটা প্রশিক্ষণটি চলবে মিনিস্ট্রি অফ MNRE ও NISE এর মাধ্যে৷ প্রশিক্ষণের পর রয়েছে কর্মসংস্থানের সুযোগ৷ ‘বরুণ মিত্র যোজনা’য় রিনিউওয়াল এনার্জি, সোলার রিসোর্স অ্যাসেসমেন্ট ও সাইট ফিজিবিলিটি, ওয়াটার টেবিল, সোলার ওয়াটার পাম্পিং কম্পোনেন্ট, ডিটি কনভার্টার, ব্যাটারি, মোটর্স, পাম্প মোটর সম্বন্ধে চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে৷

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

আজ থেকে এই প্রশিক্ষণ দেওয়া যাবে৷ যাতে মোট ১২০ ঘণ্টার ক্লাস নেওয়া হবে৷ এই প্রকল্পে অংশগ্রহণ করার শেষ তারিখ চলতি বছরের ২৮ ডিসেম্বর৷ এই কার্যক্রমে লেকচারের পাশাপাশি, প্র্যাক্টিকেল, ফিল্ড ভিজিট ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করানো হবে৷ প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়া হবে কিন্তু যদি হোস্টেলে থাকেন তাহলে প্রার্থীকে প্রতিদিন ৬০ টাকা করে দিতে হবে৷

এই সংক্রান্ত বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন- https://mnre.gov.in/sites/default/files/webform/notices/Revised%20Solar%20Water%20Pumping%20System.pdf

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =