কাজ হারাতে চলেছে কয়েক লক্ষ যুবক-যুবতী, প্রকাশ্যে সমীক্ষার রিপোর্ট

নয়াদিল্লি: কাজ হারাতে চলছেন কয়েক লক্ষ তথ্য প্রযুক্তি, আর্থিক সেবা বা উৎপাদন ক্ষেত্রে কর্মরত কর্মী৷ সমীক্ষার রিপোর্ট বলছে, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে কাজ হারাতে পারেন ৬০-৭০ শতাংশ তথ্য প্রযুক্তি কর্মী৷ ডেটা-এন্ট্রি ক্লার্ক, ক্যাশিয়ার, ফিনানশিয়াল অ্যানালিস্ট, টেলিমার্কেটার, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ম্যানুয়াল ওয়ার্ক অপারেটর, কারখানার কর্মী, কম্পিউটার সাপোর্ট বিশেষজ্ঞ, খুচরা বিক্রেতা ও বিজ্ঞাপন বিক্রেতার ভূমিকা ক্রমাগত

কাজ হারাতে চলেছে কয়েক লক্ষ যুবক-যুবতী, প্রকাশ্যে সমীক্ষার রিপোর্ট

নয়াদিল্লি: কাজ হারাতে চলছেন কয়েক লক্ষ তথ্য প্রযুক্তি, আর্থিক সেবা বা উৎপাদন ক্ষেত্রে কর্মরত কর্মী৷ সমীক্ষার রিপোর্ট বলছে, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে কাজ হারাতে পারেন ৬০-৭০ শতাংশ তথ্য প্রযুক্তি কর্মী৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ডেটা-এন্ট্রি ক্লার্ক, ক্যাশিয়ার, ফিনানশিয়াল অ্যানালিস্ট, টেলিমার্কেটার, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ম্যানুয়াল ওয়ার্ক অপারেটর, কারখানার কর্মী, কম্পিউটার সাপোর্ট বিশেষজ্ঞ, খুচরা বিক্রেতা ও বিজ্ঞাপন বিক্রেতার ভূমিকা ক্রমাগত কবে৷ ফলে, আগামী দিনে তথ্য প্রযুক্তি সংস্থা, আর্থিক পরিষেবা, উৎপাদন, পরিবহন, প্যাকেজিং ও শিপিং–প্রভৃতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কাজ হারানো আশঙ্কা তৈরি হয়েছে বলে পিপলস স্ট্রং ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কনফেডারেশনের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ তবে, পিপলস স্ট্রং’-এর কো ফাউন্ডারের সিইও পঙ্কজ বনসল জানিয়েছেন, যাঁদের ইন্টারনেটে দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল ও রিয়্যালিটি সেন্স দক্ষতা আছে, তাঁদের আগামী দিনে গুরুত্ব বাড়বে৷ এখন যে স্যালারি পান কর্মীরা তার চেয়ে দ্বিগুণ টাকা পাবেন এই ব্যবস্থায়৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =