দুধের শিশু আগলে ৩২ বছরের বঞ্চনার প্রতিবাদ, জুটল হেনস্থা

কলাকাতা: ৩২ বছরের বঞ্চনা৷ বেতনবৃদ্ধি ও পদন্নোতির সুযোগ থেকে বঞ্চিত৷ দীর্ঘ দিনের দাবি আদায়ে এবার রাজপথে নেমে চূড়ান্ত অবজ্ঞার শিকার কমিউনিটি হেলথ সার্ভিসের নার্সদের বড় অংশ৷ বৃহস্পতিবার রানি রাসমণি রোডে ধরণার পর আজ সল্টলেকের স্বাস্থ্য ভবনে ধর্না স্বাস্থ্য কর্মীদের৷ অভিযোগ, রানি রাসমণি রোডে পুলিশি তাণ্ডবের শিকার হওয়ার পর স্বাস্থ ভবনেও একই পরিস্থিতির মুখোমুখি হন তাঁরা৷

দুধের শিশু আগলে ৩২ বছরের বঞ্চনার প্রতিবাদ, জুটল হেনস্থা

কলাকাতা: ৩২ বছরের বঞ্চনা৷ বেতনবৃদ্ধি ও পদন্নোতির সুযোগ থেকে বঞ্চিত৷ দীর্ঘ দিনের দাবি আদায়ে এবার রাজপথে নেমে চূড়ান্ত অবজ্ঞার শিকার কমিউনিটি হেলথ সার্ভিসের নার্সদের বড় অংশ৷ বৃহস্পতিবার রানি রাসমণি রোডে ধরণার পর আজ সল্টলেকের স্বাস্থ্য ভবনে ধর্না স্বাস্থ্য কর্মীদের৷ অভিযোগ, রানি রাসমণি রোডে পুলিশি তাণ্ডবের শিকার হওয়ার পর স্বাস্থ ভবনেও একই পরিস্থিতির মুখোমুখি হন তাঁরা৷ গোলাপী ইউনিফর্ম পরেই ধর্নায় বসেন তাঁরা৷

আন্দোলকারী নার্সদের অভিযোগ, ১৯৮১ সাল থেকে একটানা কমিউনিটি হেলথ সার্ভিসের নার্স পদে তাঁরা কর্মরত হলেও বাড়েনি বেতন৷ হয়নি পদোন্নতি৷ প্রশিক্ষিত নার্স ও সরাসরি স্বাস্থ্য দপ্তরের অধীনে তারা কাজ চালিয়ে গেলেও তাঁরা আজও বঞ্চিত৷ তাঁদের গ্রেড-পে মাত্র ২৬০০ টাকা৷ দুই বছরের প্রশিক্ষণ থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী বেতন বাড়েনি৷ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে এবার গ্রেড-পে ৪১০০ টাকা করা ও পদোন্নতির দাবিতে আজ স্বাস্থ্য ভবনে অবস্থানে বসেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =