কলকাতা: যুবক-যুবতীদের কাজের উপযোগী করে তোলার লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করতে চলেছে মাইক্রোসফট৷ আগামী ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১.৫ লক্ষ যুবককে কাজের উপযোগী করে তোলাই এই অনুষ্ঠানে উদ্দেশ্য। সে উদ্দেশ্যেই মাইক্রোসফট, ন্যাসকম, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে মাইক্রোসফট৷ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে৷ অনলাইনে আবেদন করতে হবে৷ তবে আবেদনের শেষ তারিখ সম্বন্ধে কিছু জানানো হয়নি৷
এর পাশাপাশি ডেটা সায়েন্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবারসিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং ঘটিত বিভিন্ন প্ল্যাটফর্মে প্রয়োজন অনুযায়ী লার্নিং মডিউলস প্রদান করবে। এছাড়াও ইন্টার্নশিপের শেষে সার্টিফিকেটও প্রদান করা হবে। ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী, এআইসিটিই তৈরি করবে ইন্টার্নশিপ প্রোগ্রামের কারিকুলাম৷ পুরো ইন্টার্নশিপ প্রোগ্রাম জুড়ে ন্যাসকম বিভিন্ন জাতীয় ক্ষেত্র অনুযায়ী প্রয়োজনীয় কোর্স প্রদান ও টেকনোলজি প্রদান করবে। মাইক্রোসফটের তরফে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হল তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য বিভিন্ন চাহিদা যুক্ত কাজের জন্য তৈরি করা৷ এআইসিটিইর চিফ কোঅর্ডিনেটিং অফিসার বুদ্ধ চন্দ্রশেখর বলেন, ‘আমাদের দেশের তরুণ প্রজন্মকে আরও বেশি করে প্রযুক্তি ক্ষেত্রে নিয়ে আসার জন্য এই অনুষ্ঠান খুবই লাভজনক হবে৷ মাইক্রোসফটের মতো অভিজ্ঞ এবং জনপ্রিয় প্রতিষ্ঠানের সাহায্যে এই চেষ্টা সফল হবে বলেই তাঁর মত৷