পে-কমিশনের সুবিধা খোয়ালেন রাজ্যের বহু কর্মচারী, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

নতুন বছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মীদের নতুন বেতন৷ যদিও এই সুখবরের মাঝে এদিন বিষাদের সুর বেজে উঠল একটি মেমোরান্ডামকে ঘিরে৷ রোপা ২০১৯-এর ৬ নম্বর বিধি প্রকাশ করে অর্থ দপ্তরের জারি করা মেমোরান্ডামে [No.7060-F(Y)] ঘুম উড়েছে রাজ্যের বহু সরকারি কর্মচারীরা৷

কলকাতা: নতুন বছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মীদের নতুন বেতন৷ যদিও এই সুখবরের মাঝে এদিন বিষাদের সুর বেজে উঠল একটি মেমোরান্ডামকে ঘিরে৷ রোপা ২০১৯-এর ৬ নম্বর বিধি প্রকাশ করে অর্থ দপ্তরের জারি করা মেমোরান্ডামে [No.7060-F(Y)] সাফ লেখা রয়েছে, যে-সরকারি কর্মচারীরা ডেপুটেশনে রয়েছেন, তাঁরা কিন্তু এই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন না৷

ওই মেমোরান্ডামে স্পষ্ট বলা হয়েছে, বিভিন্ন পৌরসভায়, পুরনিগমে যাঁরা ডেপুটেশনে রয়েছেন, তাঁরা এই বর্ধিত বেতনের সুযোগ পাবেন না৷ আর সেইসঙ্গে, জেলা পরিষদে কর্মরত রয়েছেন যেসব আধিকারিকরা, তাঁদের মতো অনেকেই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন না৷ যতক্ষণ-না তাঁরা নিজেদের পদ থেকে পুনর্বাসন পান৷

এদিকে এই মেমোরান্ডামটির কথা জানাজানি হতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক৷ কেন সরকারি কর্মচারীদের একাংশ এই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হবেন, তার নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে৷ আবার অনেকে মেমোরান্ডামটি পরিষ্কার বুঝতে না-পেরে অনেকেই আশঙ্কায় ভুগছেন৷ ঠিক কাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে তা নিয়ে খানিক ধোঁয়াশাও তৈরি হয়েছে৷ যদিও সরাসরি এ নিয়ে কেউ মুখ না-খুললেও অর্থ দফতরের এক আধিকারিক বলেন, বিষয়টি নিয়ে অহেতুক দুশ্চিন্তার কোনও কারণ নেই৷  এই মুহূর্তে বেশ কিছু সরকারি কর্মচারী ডেপুটেশনে রয়েছেন৷

অন্যদিকে, ছ’মাসের বেতন কমিশন ৫০ মাস গড়িয়ে যাওয়ার পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের কার্যকর হল ষষ্ঠ বেতন কমিশন৷ আজ থেকেই সরকারি কর্মীদের বেতন কিছুটা বাড়লেও বকেয়া নিয়ে রয়েছে কর্মচারী মহলে চূড়ান্ত ক্ষোভ৷ এখনও ঝুলে মহার্ঘ ভাতা পাওয়ার স্বপ্ন৷ তবে, বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা থাকলেও আজ থেকে সরকারি কর্মীদের জন্য চালু হচ্ছে নয়া বেতন কমিশন৷ কার্যকর বর্ধিত হারে নতুন বেতন৷

রাজ্য সরকারি কর্মীদের একাংশের হিসেব বলছে, বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার ফলে গ্রুপ ডি পদে কর্মরত কর্মীদের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা বাড়তে চলেছে৷ গ্রুপ সি পদের কর্মীদের চার হাজার টাকার বেতন বৃদ্ধির সম্ভবনা রয়েছে৷ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও বাড়বে৷ বেতন বাড়বে শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভার স্থায়ী কর্মীদের৷ কর্মচারীদের বর্ধিত বেতন দেওয়ার জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হবে নবান্ন সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 20 =