কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠানো চালু হয়েছে নতুন বছরের প্রথমদিনে৷ এই নতুন কাঠামোর মধ্যে এবার চলে আসছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক কাউন্সিল, মাদ্রাসা শিক্ষার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরাও৷ তবে, গ্রাজুয়েট শিক্ষক TGT স্কেল বিষয়ে এখনও কোনও শব্দ খরচ করেনি অর্থ দপ্তর৷ আসুন একঝলকে দেখে নেওয়া যাক, কতটা বাড়ছে এই সরকারী কর্মীদের বেতন৷
প্রথমেই বলে নেওয়া যেতে পারে, এই নতুন বেতন কাঠামো লাগু হবে সরকারি কর্মচারী থেকে শুরু করে, সরকার অধীনস্থ সংস্থা, সরকার পোষিত স্কুল-কলেজ, সর্বত্র৷ পূর্ববর্তী বেতন কমিশনের পে-ব্যান্ড আর গ্রেড-পে প্রথা তুলে দিয়ে নতুন পে-ম্যাট্রিক্স চালু হচ্ছে৷ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রোপায় বলা হয়েছে ২০১৬ সালের ১ জানুয়ারি কোনও কর্মচারীর যে-মূল বেতন ছিল, তাকে ২.৫৭ দিয়ে গুণ করতে হবে৷ এই অঙ্ক নতুন পে-ম্যাট্রিক্সের যে স্কেলে পড়বে, তা হবে সেই কর্মচারীর নতুন লেভেল৷ পুরনো বেতনক্রমে পাঁচটি পে-ব্যান্ড ছিল, নতুন বেতনক্রমে ২৪টি লেভেল তৈরি করা হয়েছে৷
২০১৬ সালের ১ জানুয়ারিতে বেতন বৃদ্ধি ধরে নিয়ে তিনবছরের ইনক্রিমেন্ট পাবেন কর্মীরা৷ বাড়িভাড়া ভাতা নতুন মূল বেতনের ১২ শতাংশ হারে মিলবে, তবে তা সর্বোচ্ছ ১২ হাজারের বেশি নয়৷ বলাই বাহুল্য, সরকারি আবাসনে থাকলে এই ভাতা মিলবে না৷ নতুন বেতন কাঠামোয় প্রতিমাসে ৫০০টাকা চিকিৎসা ভাতা, ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত থাকলে মাসে ৩০০ টাকা অতিরিক্ত ভাতা দেওয়া হবে৷ পার্বত্য এলাকায় কাজের জন্য মাসে মূল বেতনের ১২ শতাংশ বা সর্বোচ্চ ২০০০ টাকা অতিরিক্ত ভাতা দেওয়া হবে৷ পার্বত্য এলাকায় শীতকালীন ভাতা প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে৷
ডাক্তারদের নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স হবে মূল বেতনের ২৪ শতাংশ৷ তবে তা মাসে সর্বোচ্চ ২৪ হাজার টাকা৷ যদিও ডাক্তারদের মূল বেতন আর এই অ্যালাওয়েন্স মিলিয়ে মাসে সর্বোচ্চ ২ লাখ ১ হাজার টাকার বেশি হতে পারবে না৷
এবছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতন বেতনক্রম৷ এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৭,৯০০ টাকা৷ বাড়ি ভাড়া ৬ হাজার টাকা থেকে বেড়ে ১২ হাজার টাকা ধরা হচ্ছে৷ দ্বিগুণ হচ্ছে গ্যাচুইটির ঊর্ধ্বসীমাও৷ যা ৬ লাখ থেকে বেড়ে হচ্ছে ১২ লাখ টাকা৷