MBBS পড়ুয়াদেরও চাকরি দিতে পারেনি কেন্দ্র, তুঙ্গে বিদ্রোহ

নয়াদিল্লি: ফার্মাসিস্ট, নার্স, অপটোমেট্রিস্ট প্রভৃতি পেশাজীবীদের ছ’মাসের ব্রিজ কোর্স শিখিয়ে চিকিৎসা পরিষেবায় যুক্ত করলে, দেশজুড়ে ব্যাপক আন্দোলন হবে। এক প্রেস বার্তায় কেন্দ্রীয় সরকারকে এই হুঁশিয়ারি দিল দেশের কয়েক লক্ষ ডাক্তারের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ওই প্রেস বার্তায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডাঃ শান্তনু সেন বলেন, কীসের চিকিৎসক সঙ্কট রয়েছে দেশে? বছরে ৬৩ হাজার ২৫০

MBBS পড়ুয়াদেরও চাকরি দিতে পারেনি কেন্দ্র, তুঙ্গে বিদ্রোহ

নয়াদিল্লি: ফার্মাসিস্ট, নার্স, অপটোমেট্রিস্ট প্রভৃতি পেশাজীবীদের ছ’মাসের ব্রিজ কোর্স শিখিয়ে চিকিৎসা পরিষেবায় যুক্ত করলে, দেশজুড়ে ব্যাপক আন্দোলন হবে। এক প্রেস বার্তায় কেন্দ্রীয় সরকারকে এই হুঁশিয়ারি দিল দেশের কয়েক লক্ষ ডাক্তারের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

ওই প্রেস বার্তায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডাঃ শান্তনু সেন বলেন, কীসের চিকিৎসক সঙ্কট রয়েছে দেশে? বছরে ৬৩ হাজার ২৫০ জন এমবিবিএস ডাক্তার পাশ করছেন। আর উচ্চশিক্ষার এমডি-এমএস আসন রয়েছে মাত্র ২৩,৭২৯টি। বাকিরা? বাকি চিকিৎসকদের কাজই দিতে পারছে না কেন্দ্র। দিন দিন চিন্তার বিষয় হয়ে উঠছে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *