আগামী ২ মাসের মধ্যেই বহু নিয়োগ, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

আগামী ২ মাসের মধ্যেই বহু নিয়োগ, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে চর্চার কোনও শেষ নেই। এরই মাঝে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিয়োগ নিয়ে বড় ঘোষণা করে দিলেন। জানালেন, আগামী দু’মাসের মধ্যেই বহু নিয়োগ হবে রাজ্যে। এক সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকার দিয়েই তিনি এই বিষয়ে ঘোষণা করেন।

আরও পড়ুন- হাইকোর্ট স্বস্তি দিল আইনজীবীকে সঞ্জয় বসুকে, অনুমতি ছাড়া কিছুই পারবে না ইডি

শিক্ষামন্ত্রী জানান, তাঁর কাছে এখনও পর্যন্ত যা খবর তাতে প্রাথমিকে আগামী এপ্রিল অথবা মে মাসের মধ্যেই ১২ হাজার নিয়োগ হবে। যদিও এখনও তিনি সম্পূর্ণ রিপোর্ট হাতে পাননি বলেই জানিয়েছেন। এছাড়া তিনি জানান, আরও শূন্যপদ তারা খতিয়ে দেখেছেন এবং সেই প্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে যথেষ্ট পরিমাণে চাকরি হবে প্রাথমিকে। তিনি স্পষ্ট করেন, ধাপে ধাপের প্রধান শিক্ষক থেকে শুরু করে আপার প্রাইমারি, ষষ্ঠ থেকে অষ্টম, নবম-দশম, একাদশ-দ্বাদশ সব ক্ষেত্রে নিয়োগ হবে।