নতুন বছরে ২৩ অফিসারের পদোন্নতি ঘটালেন মমতা

কলকাতা: চারজন আইপিএস অফিসার এবং ২০০৬ ব্যাচের ১৯ জন আইএএস অফিসারের পদোন্নতি হল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আইপিএস অফিসারদের মধ্যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বিনীত গোয়েল, আইজি (সাউথ বেঙ্গল) নীরজ সিং এডিজি পদে পদোন্নতি পেয়েছেন। তেমনই আইএএস অফিসারদের মধ্যে রাজ্যের এক্সাইজ কমিশনার রণধীর কুমার, মুর্শিদবাদের জেলাশাসক পি উলগানাথন, উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য, পর্যটন দপ্তরের

নতুন বছরে ২৩ অফিসারের পদোন্নতি ঘটালেন মমতা

কলকাতা: চারজন আইপিএস অফিসার এবং ২০০৬ ব্যাচের ১৯ জন আইএএস অফিসারের পদোন্নতি হল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আইপিএস অফিসারদের মধ্যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বিনীত গোয়েল, আইজি (সাউথ বেঙ্গল) নীরজ সিং এডিজি পদে পদোন্নতি পেয়েছেন। তেমনই আইএএস অফিসারদের মধ্যে রাজ্যের এক্সাইজ কমিশনার রণধীর কুমার, মুর্শিদবাদের জেলাশাসক পি উলগানাথন, উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য, পর্যটন দপ্তরের এমডি তন্ময় চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, স্বাস্থ্য দপ্তরের যুগ্মসচিব শরদকুমার দ্বিবেদী, পূর্ব মেদেনীপুরের জেলাশাসক রশ্মি কমলের পদোন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fourteen =