SSC-র অনশন মঞ্চে গেলেন মমতা, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী

কলকাতা: টানা ২৮ দিন অনশন চালিয়ে যাওয়ার পর অবশেষে চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী বিধি চালু হওয়ার কারণে কোনও ঘোষণা না করলেও আগামী জুনের মধ্যে পরিস্থিতি মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি৷ একই সঙ্গে সরকার ও চাকরিপ্রার্থীদের মধ্যে যোগাযোগের জন্য একটি কমিটি গড়ে দেওয়ার নির্দেশ দেন মমতা৷ বলেন, ‘‘নির্বাচনী বিধিনিষেধ চালু

18a7a07954c1a42511dd0184179220b0

SSC-র অনশন মঞ্চে গেলেন মমতা, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী

কলকাতা: টানা ২৮ দিন অনশন চালিয়ে যাওয়ার পর অবশেষে চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী বিধি চালু হওয়ার কারণে কোনও ঘোষণা না করলেও আগামী জুনের মধ্যে পরিস্থিতি মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি৷

একই সঙ্গে সরকার ও চাকরিপ্রার্থীদের মধ্যে যোগাযোগের জন্য একটি কমিটি গড়ে দেওয়ার নির্দেশ দেন মমতা৷ বলেন, ‘‘নির্বাচনী বিধিনিষেধ চালু হওয়ার কারণে আমার হাত পা বাধা৷ আমার কিছু করার নেই৷’’ নির্বাচন মিটলে সমস্যা সমাধানের ইঙ্গিতও দেন তিনি৷ প্রয়োজনে আইন পরিবর্তন করা হতে পারে বলেও জানান মমতা৷ বলেন, ‘‘আমার উপর ভরসা রাখুন৷ দেখছি, নিশ্চিয় কোনও সমধান বেরিয়ে আসবে৷’’

বুধবার নবান্ন থেকে বেরিয়ে সোজা মেয়ো রোডে SSC চাকরিপ্রার্থীদের অনশনমঞ্চে হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী৷ শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে অনশনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ সমস্যা সমাধানে চাকরিপ্রার্থীদের তরফে চারজন ও শিক্ষামন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়৷ ওই কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করে নেবে বলেও জানান তিনি৷

ন্যায্য দাবি আদায়ে আজ ২৮ দিন ধরে মেয়োরোডে অনশন করে চলেছেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা। একটাই দাবি মেধাতালিকা স্বচ্ছ হোক। শিক্ষাবিদ থেকে শুরু করে বুদ্ধিজীবী, কবি সাহিত্যক এমনকী, বিরোধী রাজনৈতিক নেতারা কেউই এই অনশনমঞ্চে আসতে বাদ রাখেননি। অনশনকারীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের অভিভাবকরা এসে ক্ষোভ উগড়ে দিয়েছেন, সবেরই কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। আজ সেই তিনি এলেন অনশনমঞ্চে। জানালেন, সহানুভূতির সঙ্গে ছাত্রছাত্রীদের দাবি বিবেচনা করা হবে। তাঁর উপরে ভরসা রাখার আশ্বাসও দিলেন। তবে যাইহোক জুন মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এরপরে এখনও পর্যন্ত অনশনকারীদের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তাঁরা আদৌ মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা পেলেন কিনা তা এখনও লাখ টাকার প্রশ্ন। বিবেচনার আশ্বাস পেয়ে অনশনমঞ্চ ছাড়ছেন কি না তাও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *