কথা রাখেননি মমতা! নিয়োগ চেয়ে রাজপথে শিক্ষক বিদ্রোহ

কলকাতা: বিরোধী নেত্রী থাকাকালীন কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, সাড়ে সাত বছরে পিটিটি সমস্যা এখনও সমাধান হয়নি৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটের মুখে নিয়োগের দাবিতে রাজপথে নামলেন পিটিটি সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷ মঙ্গলবার দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন কর্মসূচিও পালন করেন সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের দাবি, দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত ২০০৪-০৫ বর্ষের সফল প্রার্থীদের

কথা রাখেননি মমতা! নিয়োগ চেয়ে রাজপথে শিক্ষক বিদ্রোহ

কলকাতা: বিরোধী নেত্রী থাকাকালীন কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, সাড়ে সাত বছরে পিটিটি সমস্যা এখনও সমাধান হয়নি৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটের মুখে নিয়োগের দাবিতে রাজপথে নামলেন পিটিটি সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷ মঙ্গলবার দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন কর্মসূচিও পালন করেন সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷

তাঁদের দাবি, দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত ২০০৪-০৫ বর্ষের সফল প্রার্থীদের  দূত নিয়োগ করতে হবে৷ এই দাবিতে ডেপুটেশন দিলেন পশ্চিম মেদিনীপুরের বঞ্চিত প্রশিক্ষিত পিটিটি প্রার্থীরা৷ শীর্ষ আদালতের রায়ে প্রশিক্ষিতদের নিয়োগের কথা বলা থাকলেও রাজ্য সরকার নিয়োগ করছে না বলে অভিযোগ৷ আর তারই প্রতিবাদ জানিয়ে এদিন রাস্তায় নেমে আন্দোলন ও ডেপুটেশন দিলেন চারকিপ্রার্থীদের একাংশ৷

PTTSU-এর রাজ্য সহ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, ‘‘অযথা কালবিলম্ব না করে সরকারের উচিত বঞ্চিত প্রশিক্ষিত PTT কোর্স পাশ চাকুরি প্রার্থীদের নিয়োগ করা৷ মুখ্যমন্ত্রী ক্ষমতাই আসার আগে কথা দিয়েছিলেন, ক্ষমতাই এলে PTT সমস্যার সমাধান করবেন৷ তাই মুখ্যমন্ত্রীর উচিত কথা রেখে নিয়োগ করা৷’’ একই সঙ্গে এদিন তিনি PTT সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 9 =