রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু! কোন পদে, জেনে নিন

কলকাতা: নিয়োগ ইস্যু নিয়ে বিতর্ক শেষ নেই রাজ্যে। একাধিক গ্রেফতারি, তদন্ত সবই চলছে এবং আগামী দিনেও তা চলবে। এরই মাঝে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হল বাংলায়। রাজ্যের মাদ্রাসাগুলিতে চলবে এই নিয়োগ এবং তার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। জানান হয়েছে, রাজ্যের বেসরকারি ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে এই নিয়োগ করা হবে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে। এর জন্য ১ হাজার ৭২৯টি শূন্যপদ আছে বলে জানান হয়েছে। কমিশন এও জানিয়েছে, ইচ্ছুক প্রার্থীরা আগামী ১২ মে বিকেল চারটে থেকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ১২ জুন মধ্যরাত পর্যন্ত।
উল্লেখ্য, গত ৬ মার্চ রাজ্যের মন্ত্রিসভা মাদ্রাসায় এতগুলি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছিল। তবে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে নিয়োগ বিধিতে কিছু বদল এসেছে। সেই কাজ শেষ করেই কলকাতা গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এখন নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা হল।