২,৯৪৫টি শূন্যপদে পূর্ব রেলে নিয়োগ, শুরু আবেদন

২,৯৪৫টি শূন্যপদে পূর্ব রেলে নিয়োগ, শুরু আবেদন

কলকাতা: পূর্ব রেলে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্য ও ইচ্ছুক ব্যক্তিদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে৷ অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর। প্রায় ৩০০০ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, পূর্ব রেলওয়ে। সোমবার ৪ অক্টোবর থেকে রেলের অফিসিয়াল ওয়েবসাইট rrcer.com-এ অ্যাপ্রেন্টিস পদে আবেদনের ফর্ম পাওয়া যাচ্ছে। ২,৯৪৫টি পদে নিয়োগ করবে রেল। 
 

শূন্যপদ
২,৯৪৫টি

 

শূন্যপদের বিবরণ
হাওড়া                ৬৫৯ টি পদ 
লিলুয়া                 ২০৪ টি পদ 
শিয়ালদা              ১১২৩ টি পদ 
কাঁচরাপাড়া          ১৯০ টি পদ 
আসানসোল         ৪১২ টি পদ  
মালদা                  ১০০ টি পদ 
জামালপুর            ৬৭৮ টি পদ 

 

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

 

প্রার্থী বাছাই
পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস পদে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে৷ ১৮ নভেম্বর বাছাই প্রার্থীদের তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

 

বয়স 
ন্যূনতম বয়স ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪৷ 

 

আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে৷ এসসি, এসটি, পিডব্লিউডি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে এই ফি-এর টাকা জমা দেওয়া যাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eighteen =