উচ্চ মাধ্যমিক পাশ? অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা পদে কাজের সুযোগ

কলকাতা: রাজ্যের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মহিলা প্রার্থীদের জন্য সুখবর৷ পশ্চিম বর্ধমানের আইসিডিএস (ICDS) কেন্দ্রে ৮০০ এর বেশি শূন্যপদে অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।…

কলকাতা: রাজ্যের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মহিলা প্রার্থীদের জন্য সুখবর৷ পশ্চিম বর্ধমানের আইসিডিএস (ICDS) কেন্দ্রে ৮০০ এর বেশি শূন্যপদে অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনও জেলার মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। পশ্চিম বর্ধমান জেলার ICDS কেন্দ্রের তরফে প্রকাশিত অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা পদে কোন ব্লকে কত শূন্যপদ রয়েছে দেখে নিন-

অন্ডাল ব্লকে- ৪০ টি
আসানসোল ব্লকে- ১৩৯ টি
আসানসোল ব্লক২- ৬৬ টি
বারাবানী ব্লকে- ৪৪ টি
দুর্গাপুর ব্লক১- ০৬ টি
দুর্গাপুর ব্লক২- ১৫ টি
ফরিদপুর ব্লকে- ৪১ টি
জামুরিয়া সিটি ব্লকে- ২২ টি
কাঁকসা ব্লকে- ১১৪ টি
কুলটি ব্লকে- ১০৮ টি
পাণ্ডবেশ্বর ব্লকে- ৬০ টি

সালানপুর ব্লকে- ৫২ টি
রাণীগঞ্জ গ্রামীণ ব্লকে- ৮৯ টি
রানীগঞ্জ সিটি ব্লকে- ৩৮ টি

এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া স্থানীয় ভাষা জানতে হবে৷ আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৪৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে৷