২০২১ সালের ছুটির তালিকা নবান্নের, ২১ জুলাই রাজ্যজুড়ে ছুটি!

২০২১ সালের ছুটির তালিকা নবান্নের, ২১ জুলাই রাজ্যজুড়ে ছুটি!

কলকতা: করোনা আবহে প্রায় সাড়ে ৭ মাস বন্ধ স্কুল-কলেজ৷ লকডাউন ও সংক্রমণের আশঙ্কায় বেশ কিছুদিন বন্ধ ছিল বেশ কিছু সরকারি দফতর৷ ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরিয়েছে রাজ্যের সরকারি দরতর৷ দুর্গা পুজোর দীর্ঘ ছুটি কাটিয়ে শুরু হয়েছে সরকারি দফতরের কাজ৷ এবার করোনা আবহে সরকারি কর্মচারীদের সুখবর দিয়ে আগামী বছরের ছুটির তালিকা ঘোষণা করল রাজ্য সরকার৷

নবান্নের তরফে বিজ্ঞপ্তি No.3100-F(p2) প্রকাশ করে ৩টি বিভাগে ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে৷ চলতি বছরের তুলনায় আগামী বছরের ছুটিতে কিছুটা হলেও লাগাম টানা গিয়েছে৷ আগামী বছর ৪২ দিনের মতো ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে৷ নয়া তালিকায় জানুয়ারি মাসে ৪টি ছুটি দেওয়া হয়েছে৷ ফেব্রুয়ারিতে রয়েছে দু’দিনের ছুটি৷ মার্চে রয়েছে দু’টি ছুটি৷ এপ্রিলে ৩ দিন, মে মাসে ৪দিন, জুনে মাসে নেই কোন ছুটি৷ জুলাই মাসে ৩ দিন, অগস্টে ২ দিন ছুটি দেওয়া হয়েছে৷ সেপ্টেম্বরে নেই কোনও ছুটি৷ অক্টোবরে পুজোর মাসে রয়েছে লম্বা ছুটি৷ ১২ অক্টোবরে থেকে পুজোর ছুটি শুরু হয়ে লক্ষ্মীপুজোর দু’দিন ছুটি মিলিয়ে টানা ১১দিন ছুটি৷ চলতি বছরে যা ছিল ১৬ দিনের৷ নভেম্বরে ৫দিন, ডিসেম্বরে ১টি ছুটি-সহ শেষ হবে ২০২১ সাল৷

২০২১ সালের ছুটির তালিকা

ছুটির হিসাব বলছে আগামী বছর সরস্বতী পুজোয় মিলবে দু’দিনের ছুটি৷ ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সরস্বতী পুজোয় ছুটি মিলবে৷ ইদে রয়েছে ২ দিনের ছুটি৷ ১৪ ও ১৫ মে ইদের দু’দিন ছুটি মিলবে৷ এবার প্রথম ২১ জুলাই ছুটি ঘোষণা করা হয়েছে৷ ওই দিন বকরি ইদের ছুটি রয়েছে৷ নভেম্বরে কালী ও ছট পুজোয় মিলিয়ে রয়েছে লম্বা ছুটি৷ ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত থাকছে ছুটি৷ আগামী বছর ৪টি ছুটি রবিবার পড়ে গিয়েছে৷ ফলে, সাধারণ ছুটির তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে৷

২০২১ সালের ছুটির বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *