অবসরের মেয়াদ বাড়াতে ফের বিদ্রোহ শিক্ষকদের, মুখ্যমন্ত্রীকে চিঠি

কলকাতা: টানা ১৫ দিন অনশন চালিয়ে রাজ্য প্রশাসনকে চূড়ান্ত বিড়ম্বনায় ফেলেছিলেন প্রাথমিক শিক্ষকরা৷ প্রাথমিক শিক্ষকদের দাবির কাছে কার্যত মাথা নোয়াতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার৷ জারি হয়েছিল গ্রেড-পে বৃদ্ধির বিজ্ঞপ্তি৷ এবার শিক্ষকদের অবসরের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি৷ সমিতির তরফের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, শিক্ষকদের অবসরের বয়স অন্তত ৬২ বছর

অবসরের মেয়াদ বাড়াতে ফের বিদ্রোহ শিক্ষকদের, মুখ্যমন্ত্রীকে চিঠি

কলকাতা: টানা ১৫ দিন অনশন চালিয়ে রাজ্য প্রশাসনকে চূড়ান্ত বিড়ম্বনায় ফেলেছিলেন প্রাথমিক শিক্ষকরা৷ প্রাথমিক শিক্ষকদের দাবির কাছে কার্যত মাথা নোয়াতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার৷ জারি হয়েছিল গ্রেড-পে বৃদ্ধির বিজ্ঞপ্তি৷ এবার শিক্ষকদের অবসরের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি৷

সমিতির তরফের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, শিক্ষকদের অবসরের বয়স অন্তত ৬২ বছর করা হোক৷ আগামী ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি সভার ডাক দিয়েছেন৷ সেখানে থাকবেন সভাপতিত্ব করবেন পার্থ চট্টোপাধ্যায়৷ মূল বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গ শিক্ষা সমিতি দাবি, ওই দিন অর্থাৎ শিক্ষক দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করুক৷

এমনিতেই কর্মীর অভাবে অবসরপ্রাপ্ত কর্মীদের বয়সের অবসরের বয়স সীমা বাড়িয়েছে রাজ্য সরকার৷ বেড়েছে অধ্যাপকদের অবসরের মেয়াদ৷ কিন্তু অধ্যাপকদের অবসরের মেয়াদ বাড়লেও কেন প্রাথমিক শিক্ষকরা সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন? এই প্রশ্ন তুলছে শিক্ষকদের এই সংগঠন সংগঠনের সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাম আমলে শিক্ষকদের অবসরের বয়স ৬৫ থেকে ৬০ বছরে কমিয়ে দেওয়া হয়েছিল৷ ওই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন শিক্ষকরা৷ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়সসীমা বেড়ে হয়েছে ৬২ বছর৷ ফলে অধ্যাপকরা যদি ৬২ বছর অবসরের সুবিধা পেয়ে থাকেন, তাহলে কেন শিক্ষকরা সেই সুযোগ পাবেন না? অবিলম্বে স্কুল শিক্ষা দপ্তর অবসরের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করুক৷ চাইছে শিক্ষকদের সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =