কলকাতা: শূন্যপদ বিভ্রাটের কারণে থমকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ পরীক্ষায় সফল হয়েও নিয়োগ পত্র না পেয়ে ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ শূন্যপদ বিভ্রাটের কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হলেও কেন মিটছে না এই সমস্যা? কেন স্কুলের রোস্টার অনুমোদনের জন্য মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠাচ্ছেন না জেলা পরিদর্শকরা? এই অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি দিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি৷ শিক্ষক সংগঠনের অভিযোগ, যার ফলে স্কুলগুলিতে শূন্যপদ তৈরি হলেও, তার খবর সরকারের কাছে নেই৷
সংগঠনের তরফে জানানো হয়েছে, বহু শিক্ষকই অবসর গ্রহণ করেছেন। সেই জায়গায় স্কুলে শিক্ষকপদ খালি হয়েছে। বিষয়টি স্কুলগুলির তরফে জেলা পরিদর্শকদের জানানোও হয়েছে। রোস্টার বা কোন আসনগুলি সংরক্ষিত, সে ব্যাপারে বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। সেটাই ডিআই’রা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে পাঠাচ্ছেন না। তাতেই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আর্জি জানিয়েছেন সংগঠনের নেতারা।