নয়াদিল্লি: ঢাকঢোল পিটিয়ে ২০১৬ সালে শুরু হয়েছিল ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’৷ কিন্তু, ৪ বছরের মধ্যেই কাজ দিতে ব্যর্থ কেন্দ্রের এই যোজনা৷ খোদ সরকারি রিপোর্টে জানা গিয়েছে, ৪ বছরে এই যোজনায় মোট ৪০ লক্ষ চাকরিপ্রার্থী প্রশিক্ষণ নিলেও চাকরির সুযোগ পেয়েছে মাত্র ১৬ লক্ষের কিছু বেশি প্রার্থী৷ শতাংশের হিসাবে যা ৪১%৷ প্রথম পর্বে ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ তার ৫০ শতাংশ লক্ষমাত্র পূরণে ব্যর্থ হওয়ায় করোনা আবহে দ্বিতীয় দফায় ফের ভাবনাচিন্তা করতে শুরু করেছে কেন্দ্র৷ লকডাউনের কারণে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিক কাজের ব্যবস্থা করেতে দ্বিতীয় পর্যায় ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ শুরু করতে চলেছে কেন্দ্র৷
জানা গিয়েছে, এই যোজনার প্রথম পর্যায় ছিল ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত৷ দ্বিতীয় পর্যায়ে তা ২০২৪ সাল পর্যন্ত হবে বাড়ানো হতে পারে৷ কেননা ওই বছর যে লোকসভা নির্বাচনের বছর৷ এবার যাতে এই কৌশল বিকাশ যোজনা নিয়ে কেউ স্রেফ কেন্দ্রের দিকে আঙুল তুলতে না পারে, তার চেষ্টাও শুরু করে দিয়েছে কেন্দ্র৷ আর সেই লক্ষ্যে এবার রাজ্যগুলিকে প্রকল্পে জড়িয়ে কৌশলগত অবস্থান নিচ্ছে কেন্দ্র৷ ২০১৬ সালে এই প্রকল্পের জন্য ১২ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ হলেও দ্বিতীয় ধাপে তা আরও বাড়ানো হতে পারে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ ‘স্কিল ডেভলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনিওরশিপ’ মন্ত্রকের তথ্য বলছে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তর্গত ভোকেশনাল ট্রেনিং কোর্সে মোট ৩০৪টি সেন্টারে মাধ্যমে ৩৭১টি কোর্স করানো হয়৷ কিন্তু প্রশিক্ষণের পরে চাকরির আশ্বাস মিললেও তা কতটা বাস্তাব? মন্ত্রকের তথ্য বলছে, গত ৪ বছরে মোট ৪০২৭৫৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ কর্মসংস্থান হয়েছে ১৬৬১৯৬১ জনের৷ পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন ১৯৫৬৭৪ জন৷ কাজ পেয়েছে ৮৪৬৬০ জন চাকরিপ্রার্থী৷ পশ্চিমবঙ্গ সুবিধাজনক অবস্থায় থাকলে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো রাজ্যের হাল অত্যন্ত খারাপ৷ কাজ পেয়েছেন মাত্র ২৮ থেকে ৪০ শতাংশের কাছারাছি৷ প্রশিক্ষণ পাওয়ার পর কেন মিলছে না কাজ? দ্বিতীয় পর্যায়ের নয়া পরিকল্পনা নিতে চলেছে কেন্দ্র৷